TRENDING:

Plastic Banned: বিরাট ঘোষণা রাজ্যে! নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক, কবে থেকে জানুন

Last Updated:

Plastic Banned: ১২৫ মাইক্রনের প্ল্যাস্টিকও বন্ধ করতে চলেছে সরকার। বিকল্প হিসেবে কী ব্যবহার হবে তাও ভাবছে সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরাট পদক্ষেপ রাজ্যে৷ ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের single use plastic নিষিদ্ধ হতে চলেছে রাজ্যে। বাজারে সবজি বা মাছ কিনতে গেলে এই প্লাস্টিকই দিয়ে থাকেন দোকানদাররা। কিন্তু এবার আর তা করা যাবে না৷ এখন থেকে এই প্লাস্টিক দিলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে। ছাড় পাবেন না ক্রেতাও৷  ক্রেতাকে  জরিমানা করা হবে ৫০ টাকা। ইতিমধ্যেই দার্জিলিং, সিকিম এ প্লাস্টিক ব্যবহার সফলভাবে নিষিদ্ধ করা গেছে। এবার কলকাতা-সহ অন্যত্রও তা নিষিদ্ধ করা হবে।
advertisement

আরও পড়ুন -  দিল্লির আগুনের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের ৫০ হাজার টাকা, ঘোষণা মোদির

প্লাস্টিকের জন্য বিপদ নেহাত কম হয়নি৷  সম্প্রতি বেহালার চন্ডিতলা এলাকায় রাত সাড়ে এগারোটা নাগাদ একটি প্লাস্টিকের কারখানায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানার পাশেই একটি কনস্ট্রাকশন সাইটে কাজ চলছে। সেখানে শ্রমিকরা রান্না করে খাওয়াদাওয়া করেন। অনুমান, এ দিন রাতে রান্নার সময়েই আগুনের ফুলকি কোনওভাবে ছিটকে পড়ে প্লাস্টিক কারখানার দুটি শেডে। তা থেকেই মুহূর্তের মধ্যে গোটা কারখানা আগুনের গ্রাসে ছিলে যায়। স্বাভাবিকভাবেই প্লাস্টিক কারখানা হওয়ায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল, ফলে আগুন ছড়াতে সময় নেয়নি। এ তো গেল কারখামনার প্লাস্টিক৷ দৈনন্দিন ব্যবহার্য প্লাস্টিক থেকেও একই জিনিস হরতে পারে৷ এছাড়া, প্লাস্টিক নালা বন্ধ করে দেয়৷ যার ফলে বন্যার সম্ভাবনা বাড়ে৷

advertisement

আরও পড়ুন - রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনও পর্যন্ত মৃত ২৭, বহুতলে আটকে আরও বহু

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

১২৫ মাইক্রনের প্ল্যাস্টিকও বন্ধ করতে চলেছে সরকার। বিকল্প হিসেবে কী ব্যবহার হবে তাও ভাবছে সরকার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Plastic Banned: বিরাট ঘোষণা রাজ্যে! নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক, কবে থেকে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল