TRENDING:

State Health Department:সরকারি হাসপাতালে মেডিক্যাল অফিসার- স্টাফদের ডিউটি রোস্টার, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Last Updated:

এবার সরকারি হাসপাতালগুলির মেডিক্যাল অফিসার, স্টাফদের মধ্যে উপস্থিতি নিয়ে ডিউটি রোস্টার করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার সরকারি হাসপাতালগুলির মেডিক্যাল অফিসার, স্টাফদের মধ্যে উপস্থিতি নিয়ে ডিউটি রোস্টার করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর (State Health Department)। প্রতিটি সরকারি হাসপাতালে সুপারদের এই ডিউটি রোস্টার করার নির্দেশ দেওয়া হয়েছে (Roster for medical officer and other staffs)। সেই ডিউটি রোস্টার স্বাস্থ্য ভবনেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটে যাতে ২ জন করে মেডিক্যাল অফিসার থাকে, কোনও মেডিক্যাল অফিসারের যাতে রাতে ১২ ঘণ্টার বেশি ডিউটি না হয়, সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কোনও মেডিক্যাল অফিসার এবং স্টাফের যাতে ডিউটি না হয়, সেই বিষয়টিও দেখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি হাসপাতালগুলিকে (Roster for medical officer and other staffs)। যদি পরিস্থিতি তৈরি করে সময়সীমা বাড়ানোর, তাহলে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সময়সীমা বাড়িয়ে করাতে হবে।
advertisement

আরও পড়ুন: আনিস খানের মৃত্যু তদন্তে আর এক মাস সময়! গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাই কোর্টের!

এমারজেন্সিতে ন্যূনতম ২জন করে মেডিক্যাল অফিসার সন্ধেবেলায় এবং নাইট শিফটে থাকতে হবে (Roster for medical officer and other staffs)। ১ জন মেডিক্যাল অফিসারকে সবসময় এমার্জেন্সিতে থাকতে হবে। হসপিটালগুলিকে মেডিক্যাল অফিসার ও স্টাফদের রোস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে যাতে মেডিক্যাল অফিসার ও স্টাফ না পাওয়া নিয়ে কোনও অভিযোগ না আসে (State Health Department)।

advertisement

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে বেলাগাম প্রসূতি মৃত্যুর জের, হবু মায়েদের জন্য বড় উদ্যোগ রাজ্যের

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অন্যদিকে, জলাতঙ্ক, নিউমোনিয়া, টিটেনাস, হেপাটাইটিসের মতো টিকার ক্ষেত্রে অভিনব উদ্যোগ নিল বেলেঘাটা আইডি হাসপাতাল । কুকুর, বিড়াল কামড়ালে বা আঁচড়ালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে হয়। লোহায় কেটে গেলে ধনুষ্টংকার প্রতিরোধক টিটেনাস, নিউমোনিয়া প্রতিরোধে নিউমোকক্কাস টিকা, জন্ডিস আটকাতে হেপাটাইটিস টিকা নিতে হয়। এই সমস্ত টিকা যাতে সময়মতো প্রত্যেকে পায়, তার জন্য ভ্যাকসিন রিমাইন্ডার মেসেজিং সার্ভিস চালু করা হল। টিকার জন্য বরাদ্দ নির্দিষ্ট দিনের ৭ দিন আগে থেকেই রোগীর দেওয়া মোবাইল নম্বরে হাসপাতাল থেকে মেসেজ যাওয়া শুরু করবে। এতদিন বহুক্ষেত্রে রোগীরা ভ্যাকসিনের তারিখ বা নির্দিষ্ট সময়সীমা মিস করতেন। সরকারি হাসপাতালে টিকা নষ্ট হত, বহু টাকার অপচয় হত। রোগীদেরও চূড়ান্ত সমস্যা হত। তাই সেই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিল বেলেঘাটা আইডি। টিকা নির্দিষ্ট সময়ে না দেওয়ায় অনেকেই জলাতঙ্ক, ধনুষ্টংকার রোগে আক্রান্ত হন। তাই সেই অভিশাপ থেকে মানুষকে বাঁচাতে আগামিদিনে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে। শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নয়, আগামী দিনে শিশুদের টিকাকরণের ক্ষেত্রেও এই একই ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
State Health Department:সরকারি হাসপাতালে মেডিক্যাল অফিসার- স্টাফদের ডিউটি রোস্টার, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল