আরও পড়ুন: আনিস খানের মৃত্যু তদন্তে আর এক মাস সময়! গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাই কোর্টের!
এমারজেন্সিতে ন্যূনতম ২জন করে মেডিক্যাল অফিসার সন্ধেবেলায় এবং নাইট শিফটে থাকতে হবে (Roster for medical officer and other staffs)। ১ জন মেডিক্যাল অফিসারকে সবসময় এমার্জেন্সিতে থাকতে হবে। হসপিটালগুলিকে মেডিক্যাল অফিসার ও স্টাফদের রোস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে যাতে মেডিক্যাল অফিসার ও স্টাফ না পাওয়া নিয়ে কোনও অভিযোগ না আসে (State Health Department)।
advertisement
আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে বেলাগাম প্রসূতি মৃত্যুর জের, হবু মায়েদের জন্য বড় উদ্যোগ রাজ্যের
অন্যদিকে, জলাতঙ্ক, নিউমোনিয়া, টিটেনাস, হেপাটাইটিসের মতো টিকার ক্ষেত্রে অভিনব উদ্যোগ নিল বেলেঘাটা আইডি হাসপাতাল । কুকুর, বিড়াল কামড়ালে বা আঁচড়ালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে হয়। লোহায় কেটে গেলে ধনুষ্টংকার প্রতিরোধক টিটেনাস, নিউমোনিয়া প্রতিরোধে নিউমোকক্কাস টিকা, জন্ডিস আটকাতে হেপাটাইটিস টিকা নিতে হয়। এই সমস্ত টিকা যাতে সময়মতো প্রত্যেকে পায়, তার জন্য ভ্যাকসিন রিমাইন্ডার মেসেজিং সার্ভিস চালু করা হল। টিকার জন্য বরাদ্দ নির্দিষ্ট দিনের ৭ দিন আগে থেকেই রোগীর দেওয়া মোবাইল নম্বরে হাসপাতাল থেকে মেসেজ যাওয়া শুরু করবে। এতদিন বহুক্ষেত্রে রোগীরা ভ্যাকসিনের তারিখ বা নির্দিষ্ট সময়সীমা মিস করতেন। সরকারি হাসপাতালে টিকা নষ্ট হত, বহু টাকার অপচয় হত। রোগীদেরও চূড়ান্ত সমস্যা হত। তাই সেই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিল বেলেঘাটা আইডি। টিকা নির্দিষ্ট সময়ে না দেওয়ায় অনেকেই জলাতঙ্ক, ধনুষ্টংকার রোগে আক্রান্ত হন। তাই সেই অভিশাপ থেকে মানুষকে বাঁচাতে আগামিদিনে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে। শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নয়, আগামী দিনে শিশুদের টিকাকরণের ক্ষেত্রেও এই একই ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে।