ডিএ মামলা নিয়ে একাধিকবার হাইকোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য সরকার ৷ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-এর বৈষম্য নিয়ে বারবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য ৷ অবশেষে, সেই সমস্ত বৈষম্যের ইতি পড়তে চলেছে ৷ বকেয়া ১৮ শতাংশ মহার্ঘ ভাতার সঙ্গে এই ১০ শতাংশ অন্তর্বতীকালীন ভাতা দেওয়া হবে ৷
advertisement
ডিএ এবং অন্তর্বতীকালীন ভাতা ঘোষণা করার জেরে ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া বেতন ছিল রাজ্য় সরকারের ৷ তা অবশেষে দিতে চলেছে রাজ্য সরকার ৷
২০১৬ সালে অগাস্ট মাসের প্রথম তারিখ থেকেই সপ্তম বেতন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মাইনে বেড়েছে ২.৫৭ গুণ হারে ৷ এর ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের বেতনের ফারাক অনেকটা বেড়ে যায় । সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দেওয়া হচ্ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের । অন্যদিকে, রাজ্য আটকে ছিল পঞ্চম বেতন কমিশনে । সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর রাজ্য ও কেন্দ্রের কর্মচারীদের ডিএ-এর ফারাক বেড়ে দাঁড়িয়েছিল ৫৮% ।