প্রসঙ্গত, শুক্রবারই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ৩১ মে সকাল ১০টায় তাঁকে কেন্দ্রীয় কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দফতরে যোগ দিতে বলা হয়েছে৷
গত সপ্তাহেই মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকারই৷ কারণ ৬০ বছর পূর্ণ করায় এ মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল৷ কিন্তু রাজ্য সরকার চেয়েছিল, বর্তমান করোনার অতিমারির পরিস্থিতিতে অভিজ্ঞ এই আমলাই মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যান৷ এর পর রাজ্যের আবেদনের ভিত্তিতেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরও তিন মাস মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় কেন্দ্রীয় কর্মিবর্গ দফতর৷ তার পরেও অভিজ্ঞ এই আইএএস অফিসারকে ডেকে পাঠানোয় কেন্দ্রের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি নেতাদের বাকযুদ্ধ শুরু হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ মনোভাব থেকেই মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে৷ পাল্টা বিজেপি নেতাদের দাবি, এর মধ্যে কোনও রাজনীতি নেই৷ পুরোটাই হয়েছে সরকারি নিয়ম মেনে৷
Tuhin Das Chandra