TRENDING:

Alapan Bandopadhyay: আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়বে না রাজ্য, আজই দিল্লিকে জানাতে পারে নবান্ন

Last Updated:

শুক্রবারই আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যা আন্দাজ করা হয়েছিল তেমনটাই হতে চলেছে৷ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছে না রাজ্য সরকার৷ সূত্রের খবর, আজই চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে নিজেদের অবস্থান জানিয়ে দিতে পারে নবান্ন৷ এ দিনই দুপুর ৩টের সময় সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তখনই মুখ্যসচিবকে নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করতে পারেন তিনি৷ ফলে, মুখ্যসচিবকে নিয়ে ফের একবার কেন্দ্র রাজ্য সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে৷
advertisement

প্রসঙ্গত, শুক্রবারই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ৩১ মে সকাল ১০টায় তাঁকে কেন্দ্রীয় কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দফতরে যোগ দিতে বলা হয়েছে৷

গত সপ্তাহেই মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকারই৷ কারণ ৬০ বছর পূর্ণ করায় এ মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল৷ কিন্তু রাজ্য সরকার চেয়েছিল, বর্তমান করোনার অতিমারির পরিস্থিতিতে অভিজ্ঞ এই আমলাই  মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যান৷ এর পর রাজ্যের আবেদনের ভিত্তিতেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরও তিন মাস মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় কেন্দ্রীয় কর্মিবর্গ দফতর৷  তার পরেও অভিজ্ঞ এই আইএএস অফিসারকে ডেকে পাঠানোয় কেন্দ্রের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

advertisement

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি নেতাদের বাকযুদ্ধ শুরু হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ মনোভাব থেকেই মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে৷ পাল্টা বিজেপি নেতাদের দাবি, এর মধ্যে কোনও রাজনীতি নেই৷ পুরোটাই হয়েছে সরকারি নিয়ম মেনে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কামারহাটিতে জন্ডিসের বিস্তার, আক্রান্ত একাধিক! মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর
আরও দেখুন

Tuhin Das Chandra

বাংলা খবর/ খবর/কলকাতা/
Alapan Bandopadhyay: আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়বে না রাজ্য, আজই দিল্লিকে জানাতে পারে নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল