শহর হোক বা মফস্বল। প্রথাগত বিয়ের সঙ্গেই জড়িয়ে গিয়েছে রেজিস্ট্রি ম্যারেজও। বিয়ের পর বিভিন্ন ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর আইনি নথি হিসেবে প্রয়োজনে লাগে ম্যারেজ সার্টিফিকেট। কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাওয়ার ঝক্কিও প্রচুর। তার সঙ্গেই আছে রেজিস্ট্রেশনবিহীন ম্যারেজ রেজিস্ট্রি অফিসার বা িনর্ধারিত খরচের বাইরেও বাড়তি আর্থিক জুলুমের মত সমস্যাও। পাত্র বা পাত্রীর ঝঞ্ধাট এড়াতে ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টাল চালু করছে রাজ্য। চলতি মাসেই রাজ্যের আইন দফতরের এই পোর্টালটি মুক্তি পাবে।
advertisement
ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টালটি তৈরি করেছে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। অনলাইনে আবেদন করে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন পাত্র পাত্রী।
- rgmwb.gov.in ওয়েবসাইটে অনলাইন আবেদন
- ম্যারেজ রেজিস্ট্রির অনলাইন আবেদন করা যাবে
- রেজিস্ট্রি ম্যারেজে যাবতীয় তথ্য কীভাবে িদতে হবে
- কত টাকা দিতে হবে
- পাত্র-পাত্রী সম্পর্কে কী কী তথ্য দিতে হবে
- এসব কিছু উল্লেখ থাকবে পোর্টালে
- বিয়ের পর বৈধ সার্টিফিকেটও পোর্টালেই দেখা যাবে
- মোবাইলেও করা যাবে রেজিস্ট্রেশন
ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টালকে স্বাগত জানাচ্ছেন রেজিস্ট্রাররাও। তবে নতুন প্রযুক্তি নিয়ে বিস্তারিত জানতে তাঁদের অনুরোধ, কর্মশালার আয়োজন করুক আইন দফতর।
শুধু ঝক্কি কমানো নয়, রাজ্যে কতগুলি বিয়ে হচ্ছে সেই তথ্যও নথিভুক্ত থাকবে এই অনলাইন ম্যারেজ পোর্টালে। অর্থাৎ বিয়ের ডিজিটাল তথ্যপঞ্জী তৈরি করতে চাইছে রাজ্য।