রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘ভিনরাজ্য থেকে দক্ষ কারিগররা কর্মহীন হয়ে রাজ্যে ফিরছেন, তাঁদের সরকারি তরফে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে ৷ ক্ষুদ্র ব্যবসা করার জন্য বাড়তি সহায়তাও করা হবে ৷ এরকম ৫০ হাজার কর্মহীন মানুষদের জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে ৷’
advertisement
সেই লক্ষ্য এদিন ‘সমর্থন’ প্রকল্পের কথা ঘোষণা করল সরকার ৷ এর মাধ্যমে স্বনিযুক্তি প্রকল্পে নোট বাতিলে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে ৷ টাকা ছাড়াও প্রয়োজনে দেওয়া হবে প্রশিক্ষণ ৷
এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে প্রথম পর্যায়ে ৯টি জেলায় ক্ষতিগ্রস্থদের চিহ্নিত করে একটি তালিকা বানানো হবে ৷ এর জন্য একটি কমিটি তৈরি করবে রাজ্য সরকার ৷ কমিটির প্রধান হিসেবে থাকবেন জেলাশাসকরা ৷
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০-এর নোট ৷ এর ফলে চরম দুর্ভোগে পড়েন দেশের মানুষ ৷ সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ কিন্তু নোট বাতিলের তাৎক্ষণিক সিদ্ধান্তে অনেক মানুষ কাজ হারিয়েছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷