ঋণের বোঝা থেকে কিছুটা রেহাই পেতে মদে আরেক দফা আবগারি শুল্ক চাপাল রাজ্য সরকার। মঙ্গলবার থেকেই কার্যকর নতুন শুল্ক।
সব ধরনের মদে ন্যূনতম ৬ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ শুল্কবৃদ্ধি করেছে সরকার ৷ এই শুল্কবৃদ্ধিতে সবধরনের মদের দাম বাড়ছে ১৫ থেকে ৫০ শতাংশ ৷ এর ফলে আবগারি খাতে অতিরিক্ত ৪০০ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে ৷
advertisement
অন্যদিকে, পুজোর মরশুমেও মদ বিক্রি থেকে রেকর্ড রাজস্ব আদায় করেছে রাজ্য সরকার। এবছর পুজোয় ড্রাই ডে ছিল না। প্রতিদিনই খোলা ছিল পানশালা ও মদের দোকানগুলি। এর ফলে পুজোয় রেকর্ড রাজস্ব জমা পড়েছে সরকারি কোষাগরে ৷ অক্টোবরে মদ বিক্রি থেকে ৪৬০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে রাজ্য ৷ গত বছরের তুলনায় যা ২৫ থেকে ৩০ শতাংশ বেশি ৷
চলতি অর্খবর্ষে মদ বিক্রি থেকে ৪৮০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ৩১শে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। শুল্কবৃদ্ধির হাত ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সহজেই পেরনো যাবে বলে আশা রাজ্যের ৷