নবান্ন সূত্রে খবর গত জুন মাসে মোট চেকিং করা হয়েছে ২৯৫৫৭টি গাড়ি। তারমধ্যে ২৬৯৬টি গাড়িকে ধরা হয়েছে ওভারলোডিং (overloading) এর জন্য। জুন মাসে ওভারলোডিং থেকে জরিমানা বাবদ রাজ্যের আয় হয়েছে ৭ কোটি ১৮ লক্ষ টাকা। অন্যদিকে জুলাই মাসে মোট চেকিং করা হয়েছে ৪৮৩৪৯টি গাড়িকে। তারমধ্যে ৩৭১০ টি গাড়িকে ওভারলোডিং এর জন্য ফাইন করা হয়েছে। জুলাই মাসে ওভারলোডিং থেকে রাজ্যের আয় হয়েছে ৯ কোটি ৭০ লক্ষ টাকা। আগস্ট মাসে মোট ৫৭২৯০টি গাড়িকে চেকিং করা হয়েছে। তারমধ্যে ৩৪৭১ টি গাড়ি কে জরিমানা করা হয়েছে ওভারলোডিং এর জন্য। গত ২৭ শে আগস্ট পর্যন্ত রাজ্যের আয় হয়েছে ১৫ কোটি ৭৪ লক্ষ টাকা।
advertisement
মঙ্গলবার ও মুখ্যসচিব ওভারলোডিং (overloading) নিয়ে কড়া নির্দেশ দেন জেলা শাসকদের। মঙ্গলবার সকালে জেলা শাসকের নির্দেশ দেওয়া হয় ওভারলোডিং নিয়ে প্রত্যেকদিন কত গাড়ি চেকিং হচ্ছে তার রিপোর্ট পাঠাতে হবে পরিবহন সচিব কে। পাশাপাশি ওভারলোডিং আটকানোর জন্য পুলিশকে আরো সতর্ক হতে হবে বলেও মঙ্গলবার সন্ধ্যা বেলায় ভিডিও কনফারেন্স করে পুলিশ সুপার,কমিশনারদের বলেন মুখ্যসচিব বলেই নবান্ন সূত্রে খবর। নবান্নের (Nabanna) শীর্ষ মহল মনে করছে ওভারলোডিং নিয়ে রাজ্যের যে বিপুল সংখ্যক আয় হয়েছে সে ক্ষেত্রে পুলিশ আরো সতর্ক হলে ওভারলোডিং থেকে পুরোপুরিভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়