ছিটমহল হস্তান্তরের পরবর্তী সময়ে এপার বাংলার বাসিন্দাদের পরিকাঠামো নিয়ে হাজারো অভিযোগ রয়েছে। কোচবিহার উপনির্বাচনেও তার প্রভাব পড়েছে ভোট বাক্সে। এবার সিঙ্গুর, জঙ্গলমহলের মতো ছিটমহলের বাসিন্দাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করল রাজ্য সরকার।
রাজ্য সরকারের ঘোষিত প্যাকেজ অনুযায়ী, ২৮৬৭ পরিবারকে ২ টাকা কেজি দরে চাল ও গম দেওয়া হবে ৷ প্রতি মাসে প্রত্যেক পরিবারকে ৩৫ কেজি চাল ও ১৫ কেজি গম দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার ৷ বাংলাদেশে যেতে অনিচ্ছুক এমন ২০০ পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে ৷ পরিবার পিছু ৩০ কেজি চাল ও ৫ লিটার কেরোসিন দেওয়ার কথা ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী ৷ ৫ জনের বেশি সদস্যের পরিবারে অতিরিক্ত ১ কেজি চাল ও হাফ লিটার কেরোসিন ৷ এর জন্য হলদিবাড়ি, দিনহাটা ও মেখলিগঞ্জে ৩টি শিবির খোলা হয়েছে ৷ এর জন্য নতুন ৬টি রেশন দোকান খুলছে প্রশাসন ৷
advertisement
নোট বাতিলের জেরে ইতিমধ্যেই আর্থিক সমস্যায় রাজ্যের বহু কৃষক। ধান কেনার ক্ষেত্রেও যার প্রভাব পড়েছে । এবার থেকে ধান কেনার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ফড়ে বা দালালদের এড়িয়ে কৃষকরা এবার থেকে সরাসরি হাতে টাকা পাবেন। ধান বিক্রি করতে চাইলে কৃষকদের নাম নথিভুক্ত করতে হবে ধান সংগ্রহ কেন্দ্র কিংবা সমবায় সমিতিতে। কৃষকদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাতেও উদ্যোগ নেবে রাজ্য সরকার।