TRENDING:

বাজেটে নোটবাতিলে কর্মহীনদের সহায়তায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের, বাড়ানো হল কর্মীদের ভাতা

Last Updated:

নোট বাতিলের ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ তীব্রভাবে ক্ষতিগ্রস্থ দেশের অর্থনীতি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নোট বাতিলের ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ তীব্রভাবে ক্ষতিগ্রস্থ দেশের অর্থনীতি ৷ প্রভাব পড়েছে এরাজ্যেও ৷ ভিন রাজ্যে কর্মরত এরাজ্যের বহু বাসিন্দা কাজ হারিয়ে ফিরে এসেছে রাজ্যে ৷ বাজেট পেশের সময় এই দাবিই করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ সেই কর্মহারা মানুষগুলিকে সহায়তার জন্য বাজেটে ২৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷
advertisement

এদিন বাজেট ভাষণে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘ভিনরাজ্য থেকে দক্ষ কারিগররা কর্মহীন হয়ে রাজ্যে ফিরছেন, তাঁদের সরকারি তরফে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে ৷ ক্ষুদ্র ব্যবসা করার জন্য বাড়তি সহায়তাও করা হবে ৷ এরকম ৫০ হাজার কর্মহীন মানুষদের জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে ৷’

advertisement

নোট বাতিল নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘নোট বাতিলে অর্থনীতির উপর চরম আঘাত ৷ ৮৬ শতাংশ নোট বাতিল পৃথিবীতে বিরল ৷ দেশজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক জরুরি অবস্থা ৷ দেশজুড়ে কেন্দ্রের হঠকারি সিদ্ধান্ত ৷ কী কারণে নোট বাতিল, তা এখনও ধোঁয়াশা ৷ এই সিদ্ধান্তে বাস্তবে কারা উপকৃত, তা ইতিহাস একদিন বলবে ৷ এর আগে যেসব দেশে নোট বাতিল হয়েছে ৷ সে সব দেশেই ছিল একনায়কতন্ত্র ৷ কোনও গণতান্ত্রিক দেশে এই নজির নেই ৷ নোট বাতিলের জেরে ১-৩ শতাংশ কমতে পারে জিডিপি ৷ রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন খর্ব করা হয়েছে ৷ নোট বাতিলের ধাক্কায় প্রভাব রাজ্যেও ৷ রাজ্যে বৃদ্ধির হার ৯.২৭ শতাংশ হতে পারে ৷ নোট বাতিলের ধাক্কা সামলাতে ২-৩ বছর লাগবে ৷ নোট বাতিলে একের পর এক শিল্পক্ষেত্রে আঘাত লেগেছে ৷’

advertisement

শুধু কর্মহীনদের সহায়তাই নয়, অঙ্গনওয়ারি কর্মী সহ আশা কর্মীদের ভাতা বাড়িয়েছে সরকার ৷ এতে উপকৃত হবেন প্রায় ২ লক্ষ অঙ্গনওয়ারি কর্মী ৷ ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অমিত মিত্র বলেন, ‘অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের ভাতা বাড়ল ৫০০ টাকা ৷’

এছাড়া কৃষি ও সমবায় ক্ষেত্রেও বরাদ্দ বাড়িয়েছে তৃণমূল সরকার ৷ কৃষকদের জন্য তহবিল গড়ার কথা ঘোষণা করা হল বাজেটে ৷ অর্থমন্ত্রী ঘোষণা করেন, ‘সমবায় ঋণে ১০০ কোটি টাকার তহবিল গড়ল রাজ্য ৷ ক্ষুদ্র ব্যবসায় সাহায্যের জন্য বরাদ্দ ৫০ কোটি ৷ কৃষকদের সাহায্যের জন্য ১০০ কোটির বিশেষ তহবিল গড়া হল রাজ্যে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্যে এই নোট সঙ্কটে দাঁড়িয়ে এই বাজেটকেই সেরা মানবিক বাজেট বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাজেটে নোটবাতিলে কর্মহীনদের সহায়তায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের, বাড়ানো হল কর্মীদের ভাতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল