TRENDING:

Panchayat election 2023: ভরা বর্ষায় ভোট! নতুন চিন্তা কমিশনের, ভরসা এখন হাওয়া অফিস

Last Updated:

৮ জুলাই ভোট গ্রহণের দিন বর্ষার জন্য যাতে ভোটদানে কোনও বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে আবহাওয়া দপ্তরের সঙ্গে সব সময় সমন্বয় রেখে চলার সিদ্ধান্ত নিল কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যা মিটতে না মিটতেই নতুন করে বর্ষা নিয়ে দুশ্চিন্তায় রাজ্য নির্বাচন কমিশন। জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে ভরা বর্ষা বাংলায়। ৮ জুলাই ভোট গ্রহণের দিন বর্ষার জন্য যাতে ভোটদানে কোনও বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে আবহাওয়া দফতরের সঙ্গে সব সময় সমন্বয় রেখে চলার সিদ্ধান্ত নিল কমিশন।
কমিশনের নতুন চিন্তা৷
কমিশনের নতুন চিন্তা৷
advertisement

ইতিমধ্যেই জেলাগুলিকে আবহাওয়ার গতিবিধি সম্পর্কে আপডেটেড থাকার নির্দেশ দিয়েছে কমিশন। এমনিতে ভরা বর্ষায় রাজ্যের বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই দিক মাথায় রেখে ভোট গ্রহণের দিন পর্যাপ্ত বন্দোবস্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। এদিকে, পঞ্চায়েত নির্বাচনে ২০১৩ সালের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

advertisement

আরও পড়ুন: ‘এত রক্তপাত হলে ভোট বন্ধ করে দিন!’ ভাঙড় নিয়ে মামলার রায় দিতে গিয়ে ক্ষোভ বিচারপতির

২০১৩ সালে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য ৮৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে৷ চব্বিশ ঘণ্টার মধ্যেই এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ পা

advertisement

শাপাশি, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখেও পড়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ প্রধান বিচারপতি মামলার রায় দিতে গিয়ে বলেন, রাজ্য নির্বাচন কমিশন যদি আদালতের নির্দেশ কার্যকর করতে না পারেন তাহলে তিনি যেন পদ ছেড়ে দেন৷ তাঁর জায়গায় নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে বলে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের আবেদন৷ এর  পর গতকালই রাজ্য নির্বাচন কমিশন ভোটের জন্য মাত্র ২২ কোম্পানি চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে ৷ জেলা পিছু এক কোম্পানি বা একশোরও কম জওয়ান চাওয়া হয়৷ যদিও এত কম বাহিনী দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন  সম্ভব নয় বলে দাবি করে ফের এ দিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: ভরা বর্ষায় ভোট! নতুন চিন্তা কমিশনের, ভরসা এখন হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল