কমিশনের হিসেবে স্পর্শকাতর বুথের তালিকায় দক্ষিণ ২৪ পরগনা অনেক পিছনে। দক্ষিণ ২৪ পরগণায় ৮ শতাংশ বুথ স্পর্শকাতর বলে দাবি করা হয়েছে।মুর্শিদাবাদ জেলায় ১০ শতাংশ বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে কমিশন। কোর্টে এই সমস্ত স্পর্শকাতর বুথের তালিকা জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে, এখনও জেলা ভিত্তিক স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা কমিশনের কাছে আসা বাকি। আদালতে কমিশন প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে বলেই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: বাড়ি, খাদানে বিপুল বিস্ফোরক! পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল প্রার্থীকে তলব করল এনআইএ
এ বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। তবে, এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর আগেও জেলাগুলিকে স্পর্শকাতর বুথ ও এলাকা জানতে চেয়েছিল কমিশন। সেবার ১০ শতাংশ করে এলাকার নাম চাওয়া হয়েছিল। রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল আদালত।
সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রথমে ২২ কোম্পানি পরে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনও পর্যন্ত দু-দফায় ২২ ও ৩১৫ কোম্পানি বরাদ্দ করেছে। বকেয়া রয়েছে ৪৮৫ কোম্পানি। এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি রাজ্যে পাঠানোর বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনও মত জানায়নি।