NIA summons TMC candidate: বাড়ি, খাদানে বিপুল বিস্ফোরক! পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল প্রার্থীকে তলব করল এনআইএ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sourav Tewari
Last Updated:
গত বুধবার প্রায় ৯ ঘণ্টার কাছাকাছি তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে বাকি মাত্র পাঁচ দিন৷ এই অবস্থায় বীরভূমের এক তৃণমূলের প্রার্থীকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা অথবা এনআইএ৷ ওই তৃণমূল প্রার্থীর নাম মনোজ ঘোষ৷ তিনি বীরভূমের নলহাটি থানা এলাকার বাহাদুরপুর এলাকার বাসিন্দা৷ এবারের পঞ্চায়েত ভোটে শাসক দলের প্রার্থী হয়েছেন মনোজ ঘোষ৷
গত বুধবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী মনোজ ঘোষের বীরভূমের বাড়ি এবং পাথর খাদানে হানা দিয়ে তল্লাশি চালিয়েছিল এনআইএ। সেই তল্লাশি অভিযানে মনোজ ঘোষের বাড়ি এবং পাথর খাদান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক, জিলেটিন স্টিক উদ্ধার হয়৷ সেগুলিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এনআইএ।
advertisement
advertisement
পাশাপাশি তাঁর পাথর খাদানে হানা দিয়ে একটি বন্দুক সহ গুলিও উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বুধবার প্রায় ৯ ঘণ্টার কাছাকাছি তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তল্লাশি চলাকালীন পাথর খাদানের একাধিক কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।
এ ছাড়াও মনোজ ঘোষের অফিস ম্যানেজার পার্থ কুমার মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন এনআইএ আধিকারিকরা। এবং সেই অভিযানের এবং বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র বিস্ফোরকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজই তাঁকে বীরভূমের এনআইএ ক্যাম্প অফিসে তলব করা হয়েছে বলেই এনআইএ সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NIA summons TMC candidate: বাড়ি, খাদানে বিপুল বিস্ফোরক! পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল প্রার্থীকে তলব করল এনআইএ