কমিশন জানিয়েছে, যে পুর এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি ব্যবহার করা যাবে না৷
আরও পড়ুন: অধরা শিলিগুড়ি জয়েই সবথেকে খুশি মমতা, কী বললেন তৃণমূলনেত্রী?
শুধু তাই নয়, কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিই যেতে পারবেন না৷ কোনও মন্ত্রীও যেতে পারবেন না৷ শুধুমাত্র ক্যাম্পের কথা মানুষকে জানানো যেতে পারে৷ তবে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কোনও প্রচারই করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কমিশন৷
advertisement
আরও পড়ুন: বিধাননগরের মসনদে কে? মমতার বাড়ি থেকে বেরিয়ে যা বললেন কৃষ্ণা চক্রবর্তী....
যে পুর এলাকাগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে কঠোর ভাবে এই নির্দেশিকা মেনে চলতে হবে প্রশাসনকে৷ তবে গ্রামাঞ্চলে যেখানে ভোট নেই, সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা যেতে পারে বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷
নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করার পরইজরুরি ভিত্তিতে সব জেলাশাসকদের নিয়ে মুখ্যসচিব নবান্নে বৈঠক শুরু করেন। আগামিকাল থেকেই শুরু হবে দুয়ারে সরকার। তার আগে সুষ্ঠু ভাবে ক্যাম্প আয়োজনের জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতে পারে বৈঠক থেকে৷