TRENDING:

স্কুলে যৌন নির্যাতনের একের পর এক অভিযোগে শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্ত

Last Updated:

স্কুলে যৌন নির্যাতনের একের পর এক অভিযোগে শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: জিডি বিড়লায় ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের জের। রাজ্যের বেসরকারির স্কুলগুলিতে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে, চিঠি দিল শিক্ষা দফতর। স্কুল বাস থেকে শৌচাগার। নিয়োগ করতে হবে মহিলা অ্যাটেনডেন্ট। পিটি ক্লাসের শিক্ষক পুরুষ হলেও, উপস্থিত থাকতে হবে মহিলা সহকারীকে।
advertisement

জিডি বিড়লার ঘটনার জেরে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। এবার বেসরকারি স্কুলগুলিকে সেই নির্দেশগুলি কার্যকর করার আবেদন জানিয়ে চিঠি দিল শিক্ষা দফতর। চার বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর, বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্কুল শিক্ষা সচিব। ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি বিষয়ে ওপর জোর দিতে বলা হয়।

advertisement

ছাত্রী নিরাপত্তায় আবেদন

- স্কুল বাসে ছাত্রীদের জন্য মহিলা অ্যাটেনন্ডেন্ট (রাখতে হবে)

- ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার

- পিটি শিক্ষক পুরুষ হলেও, থাকবেন মহিলা সহকারী

- স্কুলে বসাতে হবে সিসিটিভি ক্যমেরা

এই পদক্ষেপগুলিই কার্যকর করতে এবার স্কুলগুলিকে চিঠি পাঠাল শিক্ষা দফতর। চিঠিতে বলা হয়েছে, ‘ছাত্রীদের বাসে মহিলা অ্যাটেনডেন্ট রাখতে হবে ৷ ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার ৷ সিসিটিভি লাগাতে হবে স্কুলে ৷ শারীরশিক্ষার জন্য মহিলা অ্যাটেনডেন্ট রাখতে হবে ৷ ছাত্রীদের শৌচাগারে মহিলা অ্যাটেনডেন্ট রাখতে হবে ৷’

advertisement

চার বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন দুই পিটি শিক্ষক অভিষেক রায় এবং মহঃ মফিজুল। এবার সেখানেও মহিলা অ্যাটেনডেন্ট রাখার আবেদন জানাচ্ছে রাজ্য।

স্কুল ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে উদ্যোগী রাজ্য। এখন দেখার সরকারের আবেদন মেনে কতটা পদক্ষেপ করে বেসরকারি স্কুলগুলি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্কুলে যৌন নির্যাতনের একের পর এক অভিযোগে শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্ত