TRENDING:

সরকারি কর্মচারীদের ছেলে-মেয়ের চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের পুত্র, কন্যা ও স্ত্রীয়ের চাকরিতে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ রাজ্য সরকারের যে কোনও দফতরে যে কোনও পদে চাকরিরত অবস্থায় কোনও ব্যক্তির মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ স্বরূপ তাঁর ছেলে, মেয়ে, স্ত্রী বা পোষ্যকে যোগ্যতা অনুযায়ী সরকারী দফতরে নির্দিষ্ট পোস্টে নিয়োগ করে থাকে ৷
advertisement

বহু ক্ষেত্রেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ এবং প্রশ্ন উঠেছে ৷ সেই অনিয়ম আটকাতে রাজ্য সরকারের গ্রুপ সি পদে ক্ষতিপূরণের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে নজরদারির জন্য পাঁচ সদস্যেক কমিটি তৈরির সিদ্ধান্ত নিল সরকার ৷ সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করল সরকার ৷ উল্লেখ্য, এর আগে এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ছিল তিন সদস্যের কমিটি ৷

advertisement

নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি পদক্ষেপ যাচাই করে দেখবে এই পাঁচ সদস্যের কমিটি ৷ পাঁচ সদস্যের এই কমিটির শীর্ষে থাকবেন, ইঞ্জিনিয়ার-ইন-চিফ ৷ এছাড়াও টিমে থাকবেন জয়েন্ট সেক্রেটারি (পার্সোনাল), জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট এবং কো-অর্ডিনেশন), জয়েন্ট সেক্রেটারি (ওয়ার্ক) এবং অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার (মনিটার্রিং)- পিডাব্লুউ (রোড) ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

নিয়োগের জন্য প্রশ্নপত্র তৈরি, পরীক্ষক, উত্তরপত্র মূল্যায়ন থেকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত দায়িত্ব ভাগ করে দেবে এই পাঁচ সদস্যের কমিটি ৷ রাজ্য সরকারের বিশ্বাস, এর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনা সম্ভব ৷ অবিলম্বেই এই নয়া প্রক্রিয়ায় গ্রুপ সি পদে কমপেনশেসন গ্রাউন্ডে নিয়োগ সম্পন্ন হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারি কর্মচারীদের ছেলে-মেয়ের চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল