বহু ক্ষেত্রেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ এবং প্রশ্ন উঠেছে ৷ সেই অনিয়ম আটকাতে রাজ্য সরকারের গ্রুপ সি পদে ক্ষতিপূরণের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে নজরদারির জন্য পাঁচ সদস্যেক কমিটি তৈরির সিদ্ধান্ত নিল সরকার ৷ সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করল সরকার ৷ উল্লেখ্য, এর আগে এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ছিল তিন সদস্যের কমিটি ৷
advertisement
নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি পদক্ষেপ যাচাই করে দেখবে এই পাঁচ সদস্যের কমিটি ৷ পাঁচ সদস্যের এই কমিটির শীর্ষে থাকবেন, ইঞ্জিনিয়ার-ইন-চিফ ৷ এছাড়াও টিমে থাকবেন জয়েন্ট সেক্রেটারি (পার্সোনাল), জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট এবং কো-অর্ডিনেশন), জয়েন্ট সেক্রেটারি (ওয়ার্ক) এবং অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার (মনিটার্রিং)- পিডাব্লুউ (রোড) ৷
নিয়োগের জন্য প্রশ্নপত্র তৈরি, পরীক্ষক, উত্তরপত্র মূল্যায়ন থেকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত দায়িত্ব ভাগ করে দেবে এই পাঁচ সদস্যের কমিটি ৷ রাজ্য সরকারের বিশ্বাস, এর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনা সম্ভব ৷ অবিলম্বেই এই নয়া প্রক্রিয়ায় গ্রুপ সি পদে কমপেনশেসন গ্রাউন্ডে নিয়োগ সম্পন্ন হবে ৷