আগামী বছরই রয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বাজেটে গ্রামের উপর বিশেষ জোর দেবে সরকার ৷
অর্থমন্ত্রী অমিত মিত্র এদিন বিধানসভায় জানাবেন যে, নোট বাতিলের জন্য রাজ্য সরকারের কতটা ক্ষতি হয়েছে ৷ কর ব্যবস্থায় নয়া কী ছাড় দেবে রাজ্য সরকার সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ ৷ সূত্রের খবর, অর্থমন্ত্রী রাজস্ব সংগ্রহবের জন্য জিএসটির উপর আস্থা রাখছেন ৷ বকেয়া কর সংগ্রহের লক্ষ্যে বাজেটে বিভিন্ন ছাড়ের কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷
advertisement
অন্যদিকে, বিধানসভাকাণ্ড ও সম্পত্তি রক্ষা আইনের প্রতিবাদ জানিয়ে নজিরবিহীন ভাবে একযোগে বাজেট বয়কট করছে বাম ও কংগ্রেস। তবে তাতে যে বিধানসভা বিরোধীশূন্য হয়ে যাচ্ছে তা নয় ৷ উপস্থিত থাকবেন বিজেপি বিধায়করা ৷
এদিকে বিধানসভার বাইরে এদিন নকল অধিবেশন বসিয়ে প্রতীকী বাজেটও পেশ হওয়ার কথা রয়েছে । বাজেট বয়কটের ঘোষণার সময়ই সরকারের পদক্ষেপের প্রতিবাদে প্রতীকী বাজেট পেশের কথা ঘোষণা করেন বামফ্রন্ট ও কংগ্রেস ৷বৃহস্পতিবার দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিধানসভাকাণ্ড দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।