৩ এপ্রিল শিলিগুড়িতে সভার অনুমতি দিল না এসজেডিএ প্রশাসন ৷ এতে প্রবল ক্ষুব্ধ বিজেপি হাইকমিশন ৷ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির ৷ একইসঙ্গে চলছে বিকল্পের সভাস্থলের সন্ধান ৷ দলীয় সূত্রে খবর, বিকল্প হিসেবে রেল ময়দানে সভা করার কথা ভাবছে রাজ্য বিজেপি ৷ শিলিগুড়িতে সভাস্থল খুঁটিয়ে দেখতে শুক্রবারই পিএমও থেকে অফিসাররা আসছেন রাজ্যে ৷ সেকারণে সভাস্থল চূড়ান্ত করতে বাড়তি উদ্যোগী রাজ্য বিজেপি ৷
advertisement
অন্যদিকে, এদিন বাংলায় গেরুয়া শিবিরে ভোট টানতে সভা করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লার হয়ে প্রচার করবেন তিনি ৷ এছাড়াও আরও একটি বড় জনসভাও করবেন বলে খবর ৷ সভায় অমিত শাহ ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷