পশ্চিমবঙ্গ বিধানসভাতেই অপরেশন সিদুঁর-এ ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানান, সংসদে অপরেশন সিদুঁর নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হোক। বিরোধী জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু সেই দাবিতে কর্ণপাত না করে, বাদল অধিবেশনের দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্য বিধানসভাতেই ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
বিধানসভার অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। যদিও প্রধান বিরোধী দল বিজেপি তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী ওই বৈঠক বয়কট করেন। তবে উপস্থিত ছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভার অধিবেশনে মুর্শিদাবাদ ও মালদহের একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে BJP।এই অধিবেশনে OBC সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে একটি সংবিধান সংশোধনী প্রস্তাব আনার কথাও শোনা যাচ্ছে।ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর হামলার প্রত্যাঘাত হিসাবে ‘অপারেশন সিঁদুর’ নামে সেনা একটি অভিযান চালায়।
সেনাবাহিনীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা হয়েছে দেশজুড়ে। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনার প্রস্তাবনায় সেনার সেই অভিযান তথা ‘অপারেশন সিঁদুর’-এর নাম অনুপস্থিত থাকায় ক্ষোভে রয়েছে বিজেপি পরিষদীয় দল।ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দল প্রস্তাবের কপি হাতে পেয়েছে এবং তাতে ‘অপারেশন সিঁদুর’ নামের অনুপস্থিতি তাদের চোখে পড়েছে।বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার বিধানসভার আলোচনায় এই বিষয়টি জোরালো ভাবে তুলে ধরবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চাইবেন, ‘অপারেশন সিঁদুর’কে প্রস্তাবে সংযোজন করা হোক এবং সেনার বীরত্বকে স্বীকৃতি দেওয়া হোক।