মদ্যপান ও দুর্নীতির প্রতিবাদ করেছিলেন সেন্ট পলেসের কলেজের এক ছাত্র। তাঁকে কমনরুমে নগ্ন করে হেনস্থায় অভিযুক্ত প্রাক্তনী ও বহিরাগতরা। সেই ভিডিওই ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় এবার উচ্চ শিক্ষা দফতরের শো কজের মুখে সেন্ট পলস কর্তৃপক্ষ।
রবিবারই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেন তিনি। এরপরই তৎপর হয় কলেজ কর্তৃপক্ষ। আমহার্সট স্ট্রিট থানায় চারজনের নামে এফআইআর করে কলেজ কর্তৃপক্ষ। এফআইআরে বহিরাগত হিসেবে শেখ এনামুল হক ও অর্ণব ঘোষের নাম রয়েছে। নাম আছে কলেজের অস্থায়ী কর্মী অনন্ত প্রামাণিক ও দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎ দলুই-রও।
advertisement
বারুইপুর থানাতেও অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। কলেজ কর্তৃপক্ষের পদক্ষেপে আশ্বস্থ অভিযোগকারী ছাত্র। তবে কাটছে না আতঙ্ক ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2018 6:57 PM IST