সূত্রের খবর অনুযায়ী, কয়েকদিন ধরে শ্বাসকষ্ট নিয়ে গাববেড়িয়া হাসপাতালে ভর্তি ছিলেন আকলিমা বেগম। শ্বাসকষ্ট না কমায় গতকাল সন্ধ্যেবেলা রোগীর পরিবার তাঁকে এসএসকেএমে হাসপাতালে নিয়ে আসেন রাত সাড়ে আটটা নাগাদ। জানা যায়, পরে ইমারজেন্সি থেকে তাঁকে পাঠিয়ে দেয়া হয় কার্ডিওলজি বিভাগেয়। আকলিমা বেগমের পাঁচ বছর আগে পেসমেকার বসানো হয়েছিল এসএসকেএমেই।
আরও পড়ুন: ৭৭-এ সোনিয়া, জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি! কোথায়, কীভাবে বিশেষ দিন পালন করবেন কংগ্রেস নেত্রী?
advertisement
কার্ডিওলজি বিভাগের আসার পর তাকে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে ভর্তি করতে হবে। কিন্ত সিট নেই। রোগীর পরিবারের অভিযোগ, তাঁদের ইমার্জেন্সিতে গিয়ে কথা বলতে বলা হয়। ইমারজেন্সি থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি করতে হবে কিন্তু এখানে কোনও ব্যবস্থা করা যাবে না। অভিযোগ হাসপাতাল কতৃপক্ষ থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।
মৃত রোগীর পরিবারের অভিযোগ, চিত্তরঞ্জনেও বেড নেই বলে জানান হয়। অসহায় ছেলেমেয়েরা তাকে নিয়ে ফের ফিরে আসেন। এসএসকেএম হাসপাতালে শুক্রবার গোটা রাত শনিবার দুপুর দুটো পর্যন্ত হাসপাতাল চত্বরেই বসে থাকেন তারা। রোগীর মেয়ে মালিকা বেগম বলেন, ‘‘সারারাত খোলা আকাশের নিচে মা পড়ে ছিল। এই নাকি দুর্দান্ত স্বাস্থ্য ব্যবস্থা’’।
হাসপাতাল চত্বরে বসে থাকতে থাকতে হঠাৎ করে খিঁচুনি শুরু হয় ওই বৃদ্ধার। ছেলেরা কাঁধে করে দৌড়ে নিয়ে দোকান কার্ডিওলজি এমার্জেন্সিতে। তারপরেও বৃদ্ধার ছেলের অভিযোগ, দীর্ঘক্ষণ তাঁদেরকে বলা হয় এখনও কোনও ডাক্তার নেই।