TRENDING:

SSKM থেকে NRS ভর্তি নেয়নি কোনও হাসপাতাল! শেষমেশ মুখ‍্যমন্ত্রীর দরজায়... রোগী মৃত‍্যু ঘিরে মারাত্মক অভিযোগ পরিবারের

Last Updated:

মুখ্যমন্ত্রীরর অফিসে কথা বলে এস এস কে এমে ভর্তি করাতে এলে রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের সদস্যারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এস.এস.কে.এম হাসপাতালে। সুশীল হালদার নামে ঐ ব্যক্তির পরিবারের সদস্য অভিযোগ হাসপাতালে বারবার এলেও ভর্তি নেওয়া হয়নি। এরপর আরও দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও ভর্তি নেওয়া হয়নি রোগীকে।
SSKM থেকে NRS ভর্তি নেয়নি কোনও হাসপাতাল! শেষমেশ মুখ‍্যমন্ত্রীর দরজায়... রোগী মৃত‍্যু ঘিরে মারাত্মক অভিযোগ পরিবারের
SSKM থেকে NRS ভর্তি নেয়নি কোনও হাসপাতাল! শেষমেশ মুখ‍্যমন্ত্রীর দরজায়... রোগী মৃত‍্যু ঘিরে মারাত্মক অভিযোগ পরিবারের
advertisement

আজ, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় রোগীর পরিবার। মুখ্যমন্ত্রীর অফিস তাদের সহায়তা করে। অফিসে কথা বলে এস এস কে এমে ভর্তি করাতে এলে রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের সদস্যারা।

আরও পড়ুন: ঘরমোছার জলে ফেলে দিন শুধু এক টুকরো…ঘণ্টাখানেকের মধ‍্যেই ‘ভ‍্যানিশ’ ইঁদুর! সস্তায় ঝামেলা ছাড়াই ইঁদুর তাড়ানোর সেরা উপায়

advertisement

সূত্রের খবর অনুযায়ী, গতকাল সন্ধ‍্যা থেকেই নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল অসুস্থ সুশীল হালদারের। মাথায় চোট নিয়ে হাসপাতালে রোগীকে নিয়ে আসে পরিবার। গড়িয়ার বাসিন্দা সুশীলকে গতকাল রাত্রে প্রথমে এসএসকে এম নিয়ে যায় পরিবার। পরিবারের অভিযোগ, তারপরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ সেখান থেকে এনআরএস-এ রোগীকে নিয়ে যায় পরিবার।

আরও পড়ুন: ১ টাকার কয়েনের দাম প্রায় ১০ কোটি! খুঁজে দেখুন, এই কয়েন রয়েছে কি আপনার বাড়িতে? কোটিপতি হওয়ার বড় সুযোগ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

আজ সকালে আবার এসএসকেএম এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে অসুস্থ সুশীলকে নিয়ে ছুটতে থাকেন পরিবারের সদস‍্যরা। পরিবারের অভিযোগ, সেখান থেকে লিখে দেওয়ার পর আবার এসএসকেএম এর জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে চিকিত্‍সকরা। সূত্রের খবর অনুযায়ী, রোগীর দেহকে এখনও ইমার্জেন্সিতে বা জরুরী বিভাগেই রাখা আছে বলে জানা গিয়েছে। এখন রোগীর পরিবার পুলিশ আউটপোস্টেই রয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSKM থেকে NRS ভর্তি নেয়নি কোনও হাসপাতাল! শেষমেশ মুখ‍্যমন্ত্রীর দরজায়... রোগী মৃত‍্যু ঘিরে মারাত্মক অভিযোগ পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল