আজ, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় রোগীর পরিবার। মুখ্যমন্ত্রীর অফিস তাদের সহায়তা করে। অফিসে কথা বলে এস এস কে এমে ভর্তি করাতে এলে রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের সদস্যারা।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, গতকাল সন্ধ্যা থেকেই নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল অসুস্থ সুশীল হালদারের। মাথায় চোট নিয়ে হাসপাতালে রোগীকে নিয়ে আসে পরিবার। গড়িয়ার বাসিন্দা সুশীলকে গতকাল রাত্রে প্রথমে এসএসকে এম নিয়ে যায় পরিবার। পরিবারের অভিযোগ, তারপরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ সেখান থেকে এনআরএস-এ রোগীকে নিয়ে যায় পরিবার।
আজ সকালে আবার এসএসকেএম এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে অসুস্থ সুশীলকে নিয়ে ছুটতে থাকেন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, সেখান থেকে লিখে দেওয়ার পর আবার এসএসকেএম এর জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে চিকিত্সকরা। সূত্রের খবর অনুযায়ী, রোগীর দেহকে এখনও ইমার্জেন্সিতে বা জরুরী বিভাগেই রাখা আছে বলে জানা গিয়েছে। এখন রোগীর পরিবার পুলিশ আউটপোস্টেই রয়েছেন।