জানা যায় সদ্য মেডিক্যাল স্টোর থেকে নতুন কাচি হিসেবেই এগুলোকে পাঠানো হয়েছে। এই জং ধরা কাঁচি অত্যন্ত বিপজ্জনক হতে পারত ওই প্রসূতির অপারেশনে। নতুন স্টকের যে ক’টি কাঁচি বা সিজার এসেছে তার সবকটিতেই পুরনো জং ধরা কাচিতে রঙের প্রলেপ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: স্বপ্নে উঁচু থেকে পড়ে যান বার বার? আচমকা শরীর কেঁপে ওঠে? কী অর্থ এমন স্বপ্নের! কীসের ইঙ্গিত জানুন
advertisement
এসএসকেএম কর্তৃপক্ষ গোটা বিষয়টাই খতিয়ে দেখছে। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের কাছে জানতে চাওয়া হয়েছে। জং ধরা কাঁচি বা ভাঙা কাঁচি নতুন কিছু নয়। সমস্ত সরকারি হাসপাতালেই এরকম খারাপ জিনিস বহু সময় এসে থাকে। এটাই হচ্ছে দুর্নীতি।
আরও পড়ুন: অবিশ্বাস্য! ভারতের ১০০ টাকা পাকিস্তানের কত টাকা জানেন? শুনলে চমকে উঠবেন!
আর এই দুর্নীতির কথাই মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। এই সমস্ত খারাপ জিনিস বিভিন্ন কোম্পানি যারা পাঠাচ্ছে তাদেরকে সম্পূর্ণ বাতিল করা উচিত। আর এই সমস্ত কোম্পানির সঙ্গেই অবৈধ সম্পর্ক এই থ্রেট কালচার যারা করছে তাদের।
(রিপোর্টার– অভিজিৎ চন্দ)