কলকাতা: প্রবল দুর্যোগের মধ্যেও সফল রোবোটিক অপারেশন। পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে রোবোটিক অস্ত্রপচার হল এসএসকেএম হাসপাতালে। বাইরে এক হাঁটু জল, তার মধ্যেও মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা এক মহিলার গলব্লাডার স্টোনের অপারেশন হল।
চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার এবং চিকিৎসক সিরাজ আহমেদের তত্ত্বাবধানে এই অপারেশন হয়। ৩৫ মিনিটের অপারেশন প্রক্রিয়া শেষ করে ৩.২ মিলিমিটারের পাথর বের করা হয়। সম্প্রতি ৯ কোটি টাকা খরচ করে এই অত্যাধুনিক রোবট বসানো হয় এসএসকেএম হাসপাতালে।
advertisement
এই অপারেশনের জন্য নতুন অপারেশন থিয়েটার গড়ে তোলা হয়েছে এসএসকেএম-এ। চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত বছর জুনেই প্রশিক্ষণ শেষ হয়। হাসপাতালের নতুন ওপিডি ভবনে রোবোটিক সার্জারি ইউনিট গড়ে তোলা হয়েছে। আগস্ট থেকে হাসপাতালের জেনারেল সার্জারি, ইউরোলজি ও স্ত্রীরোগ বিভাগের রোগীরা সুবিধা পাবেন। ধাপে ধাপে অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, প্লাস্টিক সার্জারি বিভাগের রোগীদের জন্য রোবোটিক সার্জারির সুবিধা চালু করা হবে।
রোবোটিক সার্জারি করার জন্য বিশেষ দল গড়া হয়েছে। তাতে জেনারেল সার্জারি, ইউরোলজি ও স্ত্রীরোগ বিভাগের থেকে ২ জন করে অধ্যাপক চিকিৎসক, ২ জন ওটি ট্রেনার ও সিনিয়র নার্সদের রাখা হয়েছে। ভবিষ্যতে জুনিয়র চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যর স্বাস্থ্য দফতরের আধিকারিকদের আশা আগামী ৫ বছরের মধ্যে রোবোটিক সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০-৩০০ সরকারি হাসপাতালের সার্জন তৈরি করা সম্ভব হবে।