TRENDING:

অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে 

Last Updated:

উৎসবের সময়ও রেকর্ড সংখ্যক রোগীকে দেখলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওঙ্কার সরকার, কলকাতা: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল রাজ্যের অন্যতম সুপার স্পেশ্যালিটি এসএসকেএম হাসপাতালের আউটডোর বিভাগ। উৎসবের সময়ও রেকর্ড সংখ্যক রোগীকে দেখলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা। এই ঘটনায় বেশ কিছু প্রশ্নও উঠেছে। চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত একাংশ চিকিৎসক বলছেন, রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের একটি হাসপাতালে এত রোগী হওয়া কি কাঙ্খিত? রোগীদের সময় ও মনযোগ কি দিতে পারছেন ডাক্তারবাবুরা?
অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে 
অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে 
advertisement

১৭ অক্টোবর এসএসকেএম হাসপাতালের আউটডোরে প্রায় ১৭ হাজার মানুষ চিকিৎসা করাতে এসেছিলেন। এই সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। স্বাধীনোত্তর পর্বে পশ্চিমবঙ্গে এটি একটি রেকর্ড, এবং অবশ্যই এসএসকেএম হাসপাতালের দীর্ঘ ইতিহাসে এটি রেকর্ড হিসেবে নথিভুক্ত থাকবে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, ‘রাজ্য স্বাস্থ্য দফতরের ইতিহাসে এককভাবে কোনও হাসপাতালের আউটডোরে এত সংখ্যক রোগী আগে কোনওদিন হয়নি।'

advertisement

স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এর আগে একদিনে এস এস কে এম হাসপাতালের আউটডোরে সর্বকালীন রেকর্ড হয়েছিল ১৫ হাজার ৬০০ রোগী। এই হাসপাতালের এক কর্তা বলেছেন, এদিন সকাল ১০টা থেকে আউটডোর শুরু হলেও, রোগীর তুমুল চাপের জন্যে চলেছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুন- পার্লারে যাওয়াই হল কাল! শ্যাম্পু করার সময় ভয়ঙ্কর পরিণতি মহিলার! তার পর...

advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দফতরের হিসেব অনুযায়ী, ১৭ অক্টোবর মেডিসিন বিভাগে নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ১৮০০ রোগী এসেছিলেন। সার্জারিতে আসেন প্রায় ৭০০, গাইনিতে ৮৫০, চর্মরোগ বিভাগে ১১৫০, অর্থোপেডিকে ১২২০, ইএনটিতে প্রায় ৯০০ রোগী আসেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

নিউরোমেডিসিন ও নিউরোসার্জারিতে এসেছিলেন প্রায় ১৭০০ ও ৭০০ রোগী। এসএসকেএম হাসপাতালে এখন প্রায় ২৫০০ কর্মী এবং ১২০০ শিক্ষক-চিকিৎসক, মেডিক্যাল অফিসার ও জুনিয়র ডাক্তার আছেন। তাঁদের মধ্যে ৩৯টি আউটডোর পরিচালনায় সোম থেকে শনি কমবেশি প্রায় ৩০০ জন চিকিৎসক ও কর্মী থাকেন। মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থো, শিশু মিলিয়ে প্রায় ৩৯টি মতো আউটডোর আছে রাজ্যের এই এক নম্বর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ছুটির দিন বাদ দিলে বছরের যে কোনও সপ্তাহের সোম থেকে বুধবার রোগীর সংখ্যা হয় গড়ে ১২ হাজারের মতো। অন্যান্য দিনে এই সংখ্যা একটু কম।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল