সূত্রের খবর অনুযায়ী, অসুস্থ হাউস স্টাফের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কুড়িটি ঘুমের ওষুধ এবং ১০ টি অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খেয়েছেন বলেই জানা গিয়েছে। এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। কিন্তু কী কারণে ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি? সহকর্মীরা জানিয়েছেন গত বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদগ্রস্থ ছিলেন। জানা গিয়েছে, অসুস্থ হাউস স্টাফের নাম অহন নন্দী।
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই জং ধরা কাঁচি নিয়ে বিতর্ক দানা বাঁধে এসএসকেএম হাসপাতালে। রবিবার এসএসকেএম হাসপাতালে এক অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার করার সময় চিকিৎসক দেখতে পান যে হাতের কাঁচি জং ধরা। জানা যায় সদ্য মেডিক্যাল স্টোর থেকে নতুন কাচি হিসেবেই এগুলোকে পাঠানো হয়েছে।
এই জং ধরা কাঁচি অত্যন্ত বিপজ্জনক হতে পারত ওই প্রসূতির অপারেশনে। নতুন স্টকের যে ক’টি কাঁচি বা সিজার এসেছে তার সবকটিতেই পুরনো জং ধরা কাচিতে রঙের প্রলেপ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।