অভিযুক্তকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ। অভিযুক্ত SSKM-এর প্রাক্তন গ্রুপ ডি স্টাফ বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি এর আগে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালেও কাজ করতেন। বর্তমানে তিনি এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল অভিযুক্ত। নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে ভুলিয়েভালিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যান তিনি। সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।
advertisement
গতকাল, বুধবার ওই নাবালিকা পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালে আসে। OPD টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল সে। সেই সময় অভিযুক্ত ওয়ার্ড বয়ের পোশাক পরে আসেন। পরিবারের দাবি, ওই ব্যক্তি জানান তিনি টিকিটের ব্যবস্থা করে দেবেন এবং তার জন্য কোনও রকম লাইন দিতে হবে না। এরপরই তিনি নাবালিকাকে অন্য একটি জায়গায় নিয়ে যান। সেখানেই একটি শৌচাগার ছিল। অভিযোগ সেখানেই শ্লীলতাহানি করা হয়। ঘটনার পরই নাবালিকা অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। ভবানীপুর থানার পুলিশ এরপর ধাপা থেকে গ্রেফতার করে তাকে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত যুবকের পরিচয়, তিনি কোথায় কাজ করেন, এসএসকেএমে কী ভাবে ঢুকলেন— সব কিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে বিভিন্ন সূত্র মারফত প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত অতীতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেছেন। সেই সূত্রে মাঝেমধ্যে এসএসকেএম-এ যাতায়াত ছিল তার।