TRENDING:

ঘাড়ে কাঁচি গেঁথে দিল বন্ধ‌ু! ৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে কিশোরকে সুস্থ করল SSKM

Last Updated:

রক্তাক্ত আমিরকে ফিরিয়ে দেয় তিন-তিনটি সরকারি হাসপাতাল। অবশেষে এসএসকেএমে পাঁচ ঘণ্টার দু'টি জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পেল কিশোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বচসার সময়ে বন্ধুর ছোড়া কাঁচি প্রায় দু'ইঞ্চি গেঁথে যায় ডায়মন্ড হারবারের আমির আলি নস্করের ঘাড়ে। রক্তাক্ত আমিরকে ফিরিয়ে দেয় তিন-তিনটি সরকারি হাসপাতাল। অবশেষে এসএসকেএমে পাঁচ ঘণ্টার দু'টি জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পেল কিশোর।
advertisement

পেশায় দর্জি। কারখানায় কাজ করার সময়ে বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি। ডায়মন্ড হারবারের বাসিন্দা আমির আলি নস্করকে লক্ষ করে কাঁচি ছুড়ে মারে ওই বন্ধু। তাঁর গলার বাঁদিকে ঘাড়ের কাছে দু'ইঞ্চি গেঁথে যায় কাঁচি।

অভিযোগ, তিনটি সরকারি হাসপাতাল ফিরিয়ে দেয় আমিরকে। অবশেষে রক্তাক্ত কিশোরকে ভর্তি নেয় এসএসকেএম। চিকিৎসকেরা বলছেন, কাঁচির আঘাতে আমিরের করোটিক আর্টারির পিছনের ধমনী ও শিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর একটু দেরি হলে মস্তিষ্কের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারত। হতে পারত মৃত্যুও।

advertisement

পাঁচ ঘণ্টার দু'টি জটিল অস্ত্রোপচার হয় আমিরের। ছয় বিশেষজ্ঞ চিকিৎসকের চেষ্টায় এখন অনেকটাই সুস্থ আমির। কথা বলতে পারলেও, এখনও রয়েছে স্নায়ুর সমস্যা। চিকিৎসকদের আশ্বাস, ধীরে ধীরে কেটে যাবে এই সমস্যাও।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘাড়ে কাঁচি গেঁথে দিল বন্ধ‌ু! ৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে কিশোরকে সুস্থ করল SSKM