এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায়, আজ ওই মামলার রায় ঘোষণা করা হবে।
SC Verdict on SSC Recruitment: ২৫,৩০০ চাকরি বাতিল! ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই খারিজ আদালতে, হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট
advertisement
আরও পড়ুন: এসএসসি-র ২৬০০০ চাকরি কি বাতিল হবে? রাত পোহালেই সুপ্রিম কোর্টে রায়দান, তাকিয়ে গোটা দেশ
প্রসঙ্গত, এসএসসির শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত বছর এপ্রিল মাসে কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয়। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। চাকরিহারা হন একাদশ-দ্বাদশ, নবম-দশমের শিক্ষক এবং গ্রুপ ডি ও গ্রুপ-সির কর্মীরা। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য-সহ একাধিক পক্ষ যায়।
কারা যোগ্য এবং কারা অযোগ্য শুনানিতে বার বার এই প্রশ্ন ওঠে। সঠিক ভাবে যোগ্য-অযোগ্যদের বাছাই করা সম্ভব কি না সেই প্রশ্নও তোলে আদালত। এই মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘‘যোগ্য-অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন।’’
বিভিন্ন নথি থেকে হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়েছিল, মোট অনিয়মের চাকরি ৮৩২৪। তার মধ্যে OMR কারচুপি ও রাঙ্কজাম্প চাকরি ৪৩২৭৷ SSC সুপারিশ ছাড়াই চাকরি ২৮২৩৷ প্যানেল মেয়াদ শেষে চাকরি ১১৭৪ জনের৷