TRENDING:

SC Verdict on SSC Recruitment: ২৫,৩০০ চাকরি বাতিল! ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই খারিজ আদালতে, হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

Last Updated:

West Bengal SSC Recruitment Scam: এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণা করেন। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায়, আজ ওই মামলার রায় ঘোষণা করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেলই বাতিল করা হবে৷ হাইকোর্টের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত৷ এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানায়, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনও কারণ দেখছেন না তাঁরা৷ যে সমস্ত চাকুরিজীবীরা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তাঁরা তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী তিন মাসের মধ‍্যে তাঁদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে বলে রায় সুপ্রিম কোর্টের৷ আদালতের রায়, ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে। যাঁরা যোগ্য প্রার্থী তাঁদের জন‍্য এবং বিশেষভাবে সক্ষমদের জন‍্য চাকরির আবেদনে বয়ঃসীমায় ছাড় দেওয়া হবে৷ যাঁরা এতদিন চাকরি করেছেন, বেতন পেয়েছেন, তাঁদের বেতন ফেরত দিতে হবে না। চাকরি বাতিল হওয়ার পর এবং নতুন চাকরি পাওয়ার মধ‍্যে কোনও ভ‍্যাকেন্ট অফ সার্ভিস হবে না। সুপ্রিম কোর্টের এই রায়ে ২৫,৩০০ জনের মতো চাকরি বাতিল হল। তবে, ৪২৫ জনের চাকরি থাকছে৷ ২০১৬ সালে চাকরি পাওয়া দৃষ্টিহীন ১৮ জনের চাকরিও বাতিল করেছে৷
News18
News18
advertisement

এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায়, আজ ওই মামলার রায় ঘোষণা করা হবে।

SC Verdict on SSC Recruitment: ২৫,৩০০ চাকরি বাতিল! ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই খারিজ আদালতে, হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

advertisement

আরও পড়ুন: এসএসসি-র ২৬০০০ চাকরি কি বাতিল হবে? রাত পোহালেই সুপ্রিম কোর্টে রায়দান, তাকিয়ে গোটা দেশ

প্রসঙ্গত, এসএসসির শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত বছর এপ্রিল মাসে কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয়। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। চাকরিহারা হন একাদশ-দ্বাদশ, নবম-দশমের শিক্ষক এবং গ্রুপ ডি ও গ্রুপ-সির কর্মীরা। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য-সহ একাধিক পক্ষ যায়।

advertisement

কারা যোগ্য এবং কারা অযোগ্য শুনানিতে বার বার এই প্রশ্ন ওঠে। সঠিক ভাবে যোগ্য-অযোগ্যদের বাছাই করা সম্ভব কি না সেই প্রশ্নও তোলে আদালত। এই মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘‘যোগ্য-অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন।’’

আরও পড়ুন: ‘বন্ধু’ ভারতকেও ছাড়ল না ট্রাম্প! চাপল ২৬% মার্কিন শুল্ক, ধাক্কা খাবে কোন কোন সেক্টর? দাম বাড়তে পারে বহু জিনিসের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বিভিন্ন নথি থেকে হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়েছিল, মোট অনিয়মের চাকরি ৮৩২৪। তার মধ্যে OMR কারচুপি ও রাঙ্কজাম্প চাকরি ৪৩২৭৷ SSC সুপারিশ ছাড়াই চাকরি ২৮২৩৷ প্যানেল মেয়াদ শেষে চাকরি ১১৭৪ জনের৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
SC Verdict on SSC Recruitment: ২৫,৩০০ চাকরি বাতিল! ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই খারিজ আদালতে, হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল