মেধা তালিকা থেকে ২ হাজারের বেশি চাকরি প্রার্থীর অনুপস্থিত থাকায় অপেক্ষমান তালিকা থেকে কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয় এসএসসি। গত তিন দিনে অপেক্ষামান তালিকা থেকে ১৬৩২ জন প্রার্থীকে ডাকা হয়। তার মধ্যে অনুপস্থিত থাকলেন ৪৭০ জন প্রার্থী।
advertisement
অপেক্ষমান তালিকা থেকেও গত তিন দিনে কাউন্সিলিংয়ে অনুপস্থিতির সংখ্যা প্রায় ৩০ শতাংশ। যা মেধাতালিকার কাউন্সেলিংয়ের অনুপস্থিতির তালিকা থেকেও বেশি। গত তিন দিনে অপেক্ষামান তালিকা থেকে ১৬৩২ জন প্রার্থীকে ডাকা হয়। তার মধ্যে অনুপস্থিত থাকলেন ৪৭০ জন প্রার্থী।
প্রসঙ্গত, ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে এবার ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ডাকতে চলেছে এসএসসি। ১৬ থেকে ২৪ শে ডিসেম্বরের মধ্যেই ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউনসিলিংয়ের জন্য ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুন: জল খেয়েই কমবে ডায়াবেটিস! শুধু খেতে হবে এইভাবে…ম্যাজিকের মতো কমবে ব্লাড সুগার, এখনই জানুন
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের অনুপস্থিতির কারণেই ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের সুযোগ বাড়ছে। প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে ওয়েটিং লিস্ট থেকে বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর।