চিঠিতে তাঁদের দাবি, পরীক্ষা দিয়ে নয়া নিয়োগের পরিবর্তে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে তাঁদের পুনর্বহালের ব্যবস্থা করা হোক৷
আরও পড়ুন :‘অপারেশন সিঁদুরে’র পরে ‘অপারেশন বাংলা’! নামকরণে আসলে রাজনীতি, কটাক্ষ মমতার
এর আগেও চাকরিহারাদের আরও এক প্রতিনিধি দল গিয়েছিল নবান্নে৷ তাঁরাও জমা দিয়েছেন তাঁদের চিঠি৷ স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থানকারী চাকরিহারাদের একাংশ বৃহস্পতিবার চিঠি দেয় মুখ্যমন্ত্রীর দফতরে। চিঠিতে তাঁরা আর্জি জানান, পুরনো স্কুলেই যাতে তাঁদের চাকরি বজায় থাকে। চিঠিতে চাকরিহারারা দাবি করেন, ‘আমরা সম্মানের সঙ্গে কাজ করতে চাই। আমাদের দাবিও যেন মাথায় রাখা হয়।’
advertisement
আরও পড়ুন :‘আপনি থাকবেন নাকি সেটা দেখুন,’ মোদিকে কোন কথা মনে করালেন মমতা, ‘নীতি’ নিয়ে তোপ
সুপ্রিম কোর্ট আগামী ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রেখেছে ‘যোগ্যদের’। স্কুলে ক্লাস করিয়ে, সংসার সামলে সাত বছর পর আবার নতুন করে পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি কী ভাবে সম্ভব, এই প্রশ্ন চাকরিহারাদের প্রায় সকলেরই।