TRENDING:

ফের এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে দায়ের নয়া মামলা, কী হবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোর্টের নির্দেশমতো মেধাতালিকা প্রকাশের পর কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেও মিলছে রেহাই ৷ ফের মামলার ফাঁসে শিক্ষক নিয়োগ ৷ একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সেলিংকে চ্যালেঞ্জ করে আবারও মামলা দায়ের কলকাতা হাইকোর্টে ৷
advertisement

ফের নিয়মভঙ্গের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ৷ এবার এসএসসি নির্বাচিত একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ না করেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ মামলাকারীরা ৷ বিচারপতি শেখর ববি সরফের এজলাসে এই মামলা দায়ের করা হয়েছে ৷

সোমবারই মেধাতালিকার বিতর্ক কাটিয়ে প্যানেলে থাকা পরীক্ষার্থীদের জন্য আগামী ২৬ জুলাই কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করেছে এসএসসি ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী কাউন্সেলিং চলবে ২ অগস্ট পর্যন্ত ৷ এর আগে ১৬ জুলাই থেকে কাউন্সেলিং শুরুর কথা ছিল ৷

advertisement

এর আগেও মেধাতালিকা প্রকাশের আগেই উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের ডাক দিয়ে বির্তকে জড়িয়েছিল এসএসসি ৷ হাইকোর্টে শুনানিতে বিচারপতি শরাফের মন্তব্য, ‘মেধাতালিকা প্রকাশ না করে কিভাবে কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে! চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরই কাউন্সেলিংয়ে ডাকতে পারে কমিশন ৷ তা না করে নিয়মভঙ্গ করেছে SSC ৷’

আরও পড়ুন: SSC Exclusive: এসএসসি নিয়োগ নিয়ে মামলা তুলতে চাপ, হুমকি ফোন পাচ্ছেন মামলাকারীরা !

advertisement

কমিশনের নিয়ম অনুযায়ী, এসএসসি-র ১২ নম্বর ধারায় বলা হয়েছে, আগে চূড়ান্ত মেধাতালিকা পিডিএফ ফর্ম্যাটে প্রকাশ করতে হবে ৷ তারপরই, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে ৷ মেধাতালিকা প্রকাশ না হওয়া অবধি কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয় আদালত ৷

এর আগেই এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগকে নিয়ে দায়ের একাধিক মামলা ৷ আদালতের নির্দেশে কোর্টের নির্দেশ মতো ১৬ জুলাই মেধাতালিকা প্রকাশ করে কমিশন ৷ সেই মেধাতালিকায় অনিয়ম নিয়ে ১৭ জুলাই দায়ের হয় একটি মামলা ৷

advertisement

আরও পড়ুন: অবশেষে ১৬ মাস পর শেষ হল ডিএ মামলার শুনানি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আদালতে মেধাতালিকা নিয়ে একটি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই আশঙ্কা সত্যি হল ৷ ফের আরও একটি মামলার ফাঁসে এসএসসি নিয়োগ প্রক্রিয়া ৷ ৬ বছর বন্ধ এসএসসির শিক্ষক নিয়োগ ৷ মামলার জটে নিয়োগ প্রক্রিয়া ফের আটকে যাওয়ার আশঙ্কা ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে দায়ের নয়া মামলা, কী হবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ?