SSC Exclusive: এসএসসি নিয়োগ নিয়ে মামলা তুলতে চাপ, হুমকি ফোন পাচ্ছেন মামলাকারীরা !

Last Updated:
#কলকাতা: কখনও এসসিএসর চেয়ারম্যান। কখনও সচিবের নাম করে হুমকি। এসএসসি'র প্যানেলে অনিয়মের অভিযোগে মামলা করায় হুমকি মামলাকারীদের। এই ফড়েরা কারা? শিক্ষক নিয়োগের পরীক্ষায় এদের আগ্রহ কেন? হুমকির অভিযোগ পেয়ে সক্রিয় কমিশন। মামলাকারীদের হুমকি দেওয়ার সেই অডিও টেপ নিউজ18 বাংলার হাতে।
এসএসসির প্যানেলে অনিয়মের অভিযোগে মামলা কয়েকজন পরীক্ষার্থীর। তারপরই চাঞ্চল্যকর অভিযোগ। মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ। ফোনে ঘনঘন হুমকি পাচ্ছেন মামলাকারীরা। সেই কথোপকথনের টেপ নিউজ18 বাংলার হাতে।
ফোনে বলা হয়- ‘আপনি দেখুন, নিয়োগ আটকে কিছু করতে পারবেন না। অ্যাডভোকেট জেনারেল কোর্টে যা জানানোর,জানিয়েছে। নিয়োগ আপনি কেন, কেউ আটকাতে পারবে না। অটোমেটিক্যালি নিয়োগ হবে। এজি কোর্টকে বলেছেন, স্টে করবেন না। অনগোয়িং প্রসেস চলবে ৷’
advertisement
advertisement
আরও পড়ুন 
এসএসসির পরীক্ষা নিয়ে ফায়দা তুলতে কী সক্রিয় কোনও চক্র? তাই কী নাম ভাঁড়িয়ে এভাবে হুমকি? এসএসসি চেয়ারম্যান সহ কর্তাদেরও নাম ভাঙানোর সাহস দেখাচ্ছে কারা?
যারা ফোনে হুমকি দিচ্ছেন, তাঁরা নাকি স্কুল সার্ভিস কমিশনের অন্দরের খবরও জানেন? ফোনে বলা হয়েছে, ‘আমাদের ব্যাপারটা রেডি। কিছুদিনের মধ্যেই মিটে যাবে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। চেয়ারম্যান কথা দিয়েছে। কথাবার্তা চলছে। আমরা আভাস পেয়েছি।’
advertisement
মামলাকারীদের তরফে অভিযোগ পেয়ে তৎপর হয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে পুলিশের সঙ্গেও যোগাযোগও করা হয়েছে। হাইকোর্টে মামলা উঠলে বিষয়টি আদালতের নজরেও আনতে চান আবেদনকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Exclusive: এসএসসি নিয়োগ নিয়ে মামলা তুলতে চাপ, হুমকি ফোন পাচ্ছেন মামলাকারীরা !
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement