উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরেও বৃহস্পতিবার সিবিআইয়ের ১০-১২ সদস্যের টিম হানা দেয়। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ কলকাতায় ফেরেন তিনি। সুবীরেশের দাবি, গতকালের দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিতে কিছুই পাননি সিবিআই কর্তারা। তাঁর দাবি, কোনও দুর্নীতি করেননি তিনি। তাঁর সময়ে এমন কনও ঘটনা ঘটেনি।
আরও পড়ুনঃ বীরভূমে এ বারে অবৈধ টোল প্লাজা! কত ছিল গাড়ি পিছু টাকা? সিবিআইয়ের চক্ষু চড়কগাছ
advertisement
আরও পড়ুনঃ নৃশংস ঘটনা তমলুকে, সম্পত্তির বিবাদে অ্যাসিড আক্রান্ত শিশুকন্যা
প্রসঙ্গত, টেট-দুর্নীতি মামলার জেরে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সরানোর নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। পরিবর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হয়ছে। পাশাপাশি ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভিক মজুমদার, রঞ্জন চক্রবর্তীর মত বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আসা হয়েছে।