পার্থ-অর্পিতাকে মুখোমুখি জেরা করতে গিয়ে এমন সব তথ্য ইডির হাতে উঠে আসছে, যা চাঞ্চল্যকর। ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবিমার নমিনি যে পার্থ চট্টোপাধ্যায়, তিনি দাবি করেছেন, অর্পিতাকে তিনি তেমন ভাবে চেনেনই না। ইডি সূত্রে খবর, পার্থকে প্রশ্ন করা হয়, 'অর্পিতা কে দেখিয়ে, আপনি কী এনা কে চেনেন?' পার্থর দাবি, 'না তেমন ভাবে চিনি না'।
advertisement
আরও পড়ুন: ৪৯ দিনের বেনজির লড়াই, চিকিৎসকদের 'ম্যাজিকে' মায়ের কোলে অবাক করা এক শিশু!
ইডি অফিসারেরা ফের পার্থকে জিজ্ঞেস করেন, 'উনি আপনার খুব ক্লোজ?' পার্থর দাবি, 'না. নাকতলা পুজোর সময় দেখেছি।' মুখোমুখি জেরায় পার্থকে অফিসেরারা প্রশ্ন করেন, 'অর্পিতাকে তাহলে কী ভাবে চেনেন?', পার্থ বলেন, 'মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত'। টাকা উদ্ধার নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, 'শুনেছি টাকা পাওয়া গিয়েছে। এই টাকা আমার না। কার টাকা তাও জানি না।'
আরও পড়ুন: ক্যাশ-কুইন অর্পিতার কাছে সোনারও পাহাড়, 'গয়নার বাক্স' খুলে আদালতে হিসেব দিল ইডি
ইডি সূত্রে খবর, জেরার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। ইডির দাবি, তথ্য প্রমাণ এক কথা বলছে, পার্থ অন্য কথা বলছেন। ইডির দাবি, পার্থ তথ্য গোপন করার চেষ্টা করছেন, এবং আদালতে এই কথা জানাবে তারা। প্রশ্ন উঠছে, যে দু'জন একযোগে নিজেদের নামে এত সম্পত্তি, জীবনবিমা করেছেন, তাঁরা একে অপরকে চেনেন না ঠিকভাবে? যদিও অর্পিতার বয়ান এখনও জানানো হয়নি। শুক্রবার ফের পার্থ ও অর্পিতাকে আদালতে পেশ করা হবে।