কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই, শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ১৮০৪ জনের নাম প্রকাশ করা হয়েছে।
advertisement
আর সেই তালিকা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একাধিক তৃণমূল নেতানেত্রী, তাঁদের পরিবারের সদস্যদের নাম রয়েছে সেই অযোগ্য তালিকায়। যেমন নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন। এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায় ১৮০৪ জনের মধ্যে রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নামও৷ তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে তৃণমূলের অন্যতম সিনিয়র এই বিধায়কের পুত্রবধূর নাম৷
তবে, শনিবার মাঝরাতে সেই অযোগ্য তালিকায় স্কুল সার্ভিস কমিশন যুক্ত করল আরও দুই নাম। তার মধ্যে একজন হলেন চোপড়ায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে। তাঁর নাম রোশনারা বেগম। ২০২২-এর তালিকাতেও ছিল তাঁর নাম। চোপড়ায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে পড়াতেন কালীগঞ্জ হাইস্কুলে।
এখানেই শেষ নয়, ‘দাগি’ অর্থাৎ অযোগ্য শিক্ষকদের তালিকায় রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে কাউন্সিলারের নামও। পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি। স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করেছে, তাতে শুধু চোপড়ার বিধায়কের কন্যাই নন, রয়েছেন তৃণমূলের বহু প্রভাবশালী নেতা ও বিধায়ক ঘনিষ্ঠরা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রপাত যাকে কেন্দ্র করে, সেই অঙ্কিতা অধিকারীর নামও রয়েছে তালিকায়।