TRENDING:

Ssc Scam: এসএসসি দুর্নীতিতে এবার বড় ঘটনার পূর্বাভাস! Google-কে চিঠি দিল সিবিআই! তুমুল চাঞ্চল্য

Last Updated:

Ssc Scam: তদন্তকারী সূত্রে খবর, দুটি ওয়েবসাইটের খোঁজ পাওয়া গিয়েছে। আইপি অ্যাড্রেস সহ যাবতীয় ডিটেলস তথ্য সংগ্রহ করার জন্য গুগলকে চিঠি সিবিআইয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসসি মামলায় এবার আরও তৎপর সিবিআই। SSC মামলায় এবার তথ্য চেয়ে Google-কে চিঠি পাঠাল সিবিআই। ফেক ওয়েবসাইট বা জাল ওয়েবসাইট সংক্রান্ত ডিটেলস তথ্য চাওয়া হয়েছে। এই ওয়েবসাইটে অযোগ্যদের টাকার বিনিময়ে পাশ করার রেজাল্ট দেখানো হত। তাই এবার সেই জাল ওয়েবসাইট সম্পর্কে জানতে চায় সিবিআই।
গুগলকে চিঠি সিবিআইয়ের!
গুগলকে চিঠি সিবিআইয়ের!
advertisement

তদন্তকারী সূত্রে খবর, দুটি ওয়েবসাইটের খোঁজ পাওয়া গিয়েছে। আইপি অ্যাড্রেস সহ যাবতীয় ডিটেলস তথ্য সংগ্রহ করার জন্য গুগলকে চিঠি সিবিআইয়ের। এই দুই ওয়েবসাইটে অযোগ্যদের থেকে টাকা নিয়ে তাদের নাম ওয়েবসাইটে দেখানো হত। কিন্তু পরে টাকা নেওয়ার পর সেই লিস্ট ডিলিট করত। ফলে নকল ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস তথ্য জানার জন্য সিবিআই গুগলকে প্রথমবার চিঠি দিল।

advertisement

আরও পড়ুন: দুটি মেইল আইডি থেকেই চাকরি কনফার্ম, কারা করেছিল? টেট দুর্নীতিতে বিরাট রহস্য ফাঁস

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কিছু সংখক চাকরি পেলেও বাকি অনেকেই চাকরি পাননি। ফলে যারা টাকা দিয়েছে তাঁরাও অনেকে প্রতারিত হয়েছেন। সিবিআই তাই দুটো ওয়েবসাইটের ডিটেলস তথ্য জানতে চায় গুগল থেকে।

advertisement

আরও পড়ুন: ওপারেই বাংলাদেশ, আর এপারে মালদহে যা ঘটছে, হাড়হিম সকলের! কী মারাত্মক অবস্থা

এদিকে, অয়ন শীল পুরসভা নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন জনের থেকে প্রায় ১২ কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ। হার্ড ডিস্কে এমনই মিলেছে বলে মনে করছে সিবিআই। সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ? খতিয়ে দেখবে ইডি। অয়ন বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে প্রার্থী পিছু লক্ষ লক্ষ টাকা কমিশন নিতেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অয়নের নামে বেনামে ফ্ল্যাট রয়েছে একাধিক জায়গায়। সেই ফ্ল্যাটগুলির জন্য কোথা থেকে টাকা পেয়েছিল অয়ন? খতিয়ে দেখছে ইডি। প্রায় ৭-৮ টি ফ্ল্যাটের মধ্যে চুঁচুড়া ছাড়া কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বেশিরভাগ ফ্ল্যাট রয়েছে। সেই টাকা কোথা থেকে পেল অয়ন? খতিয়ে দেখছে ইডি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ssc Scam: এসএসসি দুর্নীতিতে এবার বড় ঘটনার পূর্বাভাস! Google-কে চিঠি দিল সিবিআই! তুমুল চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল