কীভাবে চাকরি পেলেন এই ত্রিশ জন শিক্ষক? জানতে তলব করেছে সিবিআই। সোমবার আদালতের নির্দেশে চারজন শিক্ষক গ্রেফতারের পর বাঁকুড়া জেলা থেকে ৭ জন প্রাথমিক শিক্ষককে তলব করেছিল সিবিআই। এবার পালা কোচবিহার জেলার ত্রিশ জন শিক্ষকের। ইতিমধ্যে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে গোটা বিষয়টি।
advertisement
আরও পড়ুন: ‘বুদ্ধবাবুর এবারের লড়াইটা খুবই কঠিন ছিল! কিন্তু উনি তো ফাইটার, ব্যক্তিত্বটাই আলাদা’
ওই ত্রিশ জন শিক্ষককে নিজাম প্যালেসে সমস্ত নথি নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে সহকারী টিচার হিসাবে নিযুক্ত। এদের যাবতীয় নথি ডকুমেন্টস নিয়ে নিজাম প্যালেসে বৃহস্পতিবার সকাল এগারোটায় হাজিরার জন্য নির্দেশ রয়েছে। বুধবার বাঁকুড়া থেকে প্রাইমারি স্কুলে কর্মরত সাত জন শিক্ষক নথি নিয়ে নিজাম প্যালেসে বুধবার এগারোটায় হাজির হয়েছিলেন। এই সাত জন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে কর্মরত। সিবিআই সূত্রে খবর, এই শিক্ষকদের নথি খতিয়ে দেখা হয়। এই শিক্ষকদের থেকে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ২০১৪-র টেটের নথি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে আসতে বলা হয়েছে। ডকুমেন্টস দেখে খতিয়ে দেখবে সিবিআই। বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষকদের CBI ডেকে পাঠাচ্ছে তাঁদের নথি দেখে জিজ্ঞাসাবাদের জন্য।
আরও পড়ুন: ‘কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হয়নি’, স্কুলে বাংলা বাধ্যতামূলক বিতর্ক মেটালেন মুখ্যমন্ত্রী
এতদিন ধরে সিবিআই সাক্ষী হিসাবে বয়ান রেকর্ড করত যে সব শিক্ষক টাকা দিয়ে চাকরি পেয়েছেন ও চাকরিপ্রাথীদের। কিন্তু প্রসঙ্গত সোমবারে আলিপুর সিবিআই বিশেষ আদালত ৩১৯ ধারায় নোটিশ দিয়ে চার শিক্ষককে তলব করেছিল। তাঁদের গ্রেফতার করে ২১ অগাস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এবার বাঁকুড়ার পড় কোচবিহারের ত্রিশ শিক্ষককে তলব নিজামে। এই ত্রিশ শিক্ষক কোচবিহারে প্রাথমিক স্কুলে কর্মরত। সিবিআইয়ের তলবের পর এঁদের ভবিষ্যত এখন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।
ARPITA HAZRA