সূত্রের খবর, দুই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সাত সকালে হানা দিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু করেছে সিবিআই। কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে হানা দেয় সিবিআই। বৃহস্পতিবার পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর পাটুলির বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: ‘মোদি যেন বলেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি’, বঙ্গবাসীকে ‘হোমওয়ার্ক’ দিয়ে গেলেন অমিত শাহ
advertisement
সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অঙ্গ হিসেবেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। অফিসাররা কথা বলছেন বাপ্পাদিত্যর মায়ের সঙ্গে, মা দোতলার জানালা দিয়ে কথা বলেন। তিনি জানান, বাপ্পাদিত্য ঘুমোচ্ছেন। সিবিআই অফিসারেরা বলেন, তাঁকে উঠতে বলুন।
আরও পড়ুন: একটু দূরেই তখন অমিত শাহ, বিধানসভায় বিজেপিকে নিয়ে মমতার মন্তব্য়ে তুমুল তোলপাড়
এছাড়া আরও বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। জানা গেছে, বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। অন্যদিকে, বিধায়ক অদিতি মুন্সির স্বামী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি শুরু সময় দেবরাজ রায় সেখানে ছিলেন না। তাঁকে ফোন করে ডেকে পাঠান তদন্তকারীরা। তিনি ইতিমধ্যেই বাড়িতে পৌঁছেছেন। এবং তদন্তকারীদের তদন্তে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
অমিত সরকার
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F