TRENDING:

TET Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিসিং ফাইল’-এর খোঁজ! হঠাৎ করেই উধাও, কোথায় গেল..তৎপর সিবিআই 

Last Updated:

রহস্যজনক ভাবে উধাও হওয়া ওই ফাইল কি করে মিসিং হলো? জানতে চায় সিবিআই 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হারিয়ে গেছে শিক্ষা দফতরের একাধিক ফাইল৷ অথচ, নিয়োগ দুর্নীতির রহস্য ফাঁসে ওই ফাইলগুলির হদিস পাওয়া অত্যন্ত জরুরি৷ তাই এবার মিসিং ফাইল-এর খোঁজ পেতে চাইছে সিবিআই। ইতিমধ্যেই শিক্ষা দফতরের কাছ থেকে বেশ কিছু নথি তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এবার গ্রুপ সি মামলাতেও তলবব করা হল তথ্য।
advertisement

সিবিআই সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ফাইল মিসিং রয়েছে। সিবিআই তরফে নোটিস দিয়ে শিক্ষা দফতর বা পর্ষদের কাছ থেকে চাওয়া হয়েছিল সেই ফাইল। পর্ষদ সিবিআই-কে জানিয়েছে, যে সেই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি জেনারেল ডায়েরির কপিও সিবিআই-কে পাঠিয়েছে তারা। পর্ষদ সিবিআই-কে জানিয়েছে যে, তাঁরা ২০২২ সালের জুন মাসে বিধাননগর থানায় ফাইল মিসিংয়ের সংক্রান্ত জেনারেল ডায়েরিও করেছিল।

advertisement

আরও পড়ুন: হেঁশেল ঠেলে দু’জনেই, কিন্তু পঞ্চায়েত চালাবে কে? ভোটের লড়াইয়ে দুই জা

সিবিআইয়ের দাবি, মিসিং হওয়া এই বিশেষ ফাইল তদন্তর জন্য গুরুত্বপূর্ণ। কীভাবে মিসিং হল ফাইল? কোথায় গেল সেই ফাইল? উত্তর খুঁজছেন সিবিআইয়ের গোয়েন্দারা। পাশাপাশি, মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করার পরে চাওয়া কিছু নথি নিজাম প্যালেসে একবার পাঠানোর পরে, আবারও নতুন করে ফের নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সব মিলে বলা যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষা দফতরের থেকে মিসিং ফাইলের রহস্যর খোঁজ পেতে চাইছে সিবিআই।

advertisement

আরও পড়ুন: তৃণমূলের জন্য তৈরি ‘অ্যান্টিবায়োটিক দাওয়াই’! পঞ্চায়েত নিয়ে বেনজির হুঁশিয়ারি শুভেন্দুর

এর আগে শিক্ষা সচিব তথা প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ জৈনকে তলব করেছিল সিবিআই। তাঁর বয়ানও রেকর্ড করা হয়। এবার বেশ কিছু ফাইল ও নথি খোঁজ পেতে চাইছে সিবিআই। সিবিআই  সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জন গ্রেফতার হয়েছে। কিন্তু কার নির্দেশে এরকম বেআইনি শিক্ষক নিয়োগ চলত তার হদিস পেতে চাইছে সিবিআই। সেকারণে সিবিআই এবার নথি ও ফাইল খতিয়ে দেখতে চাইছে।

advertisement

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিসিং ফাইল’-এর খোঁজ! হঠাৎ করেই উধাও, কোথায় গেল..তৎপর সিবিআই 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল