দিল্লিতে আন্দোলন করতে যাচ্ছেন এসএসসির চাকরিহারা আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্ট যাতে রায়ের পুনর্বিবেচনা করে, সেই দাবি নিয়ে এবার দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করবেন তাঁরা।
আরও পড়ুন: ‘যোগ্য কারা-অযোগ্যই বা কারা, তালিকা আছে SSC-CBI উভয়ের কাছেই’, যোগ্যদের বার্তা শিক্ষামন্ত্রীর
আগামী ১৬ এপ্রিল দিল্লি যন্তরমন্তরে কর্মসূচি নিচ্ছেন এসএসসিতে চাকরিহারা আন্দোলনকারীরা। ইতিমধ্যেই দিল্লি পুলিশের থেকে অনুমতি মিলেছে আন্দোলন করার জন্য। ১৫০ জন চাকরিহারা যন্তরমন্তরে আন্দোলন কর্মসূচি করতে পারেন এই মর্মেই পাওয়া গিয়েছে অনুমতি।
advertisement
চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম মুখ সংগীতা সাহা বলেন, “আমরা সিদ্ধান্ত নেব কীভাবে আমরা যাব। আগামিকাল এসএসসি ভবন অভিযান আছে, সেই অভিযান শেষ হলে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় বসব। আমরা আগেই দিল্লি পুলিশকে চিঠি দিয়েছিলাম। সেই অনুমতি মিলেছে”।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়