আজ বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা দেন বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ৮ সদস্য। ৮ জনকেই জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। দুপুর ১২.৩০ মিনিট থেকে চলছে জিজ্ঞাসাবাদ। ২১ সেপ্টেম্বর মধ্যে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট সিবিআইকে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদের লুকিয়ে করা দ্বিতীয় নিয়োগ তালিকা সংক্রান্ত CFSL রিপোর্ট, বোর্ড মিটিং সিদ্ধান্তে মানিক ভট্টাচার্য সই সংক্রান্ত ফরেনসিক রিপোর্ট-সহ একাধিক তথ্য ২১ সেপ্টেম্বরের মধ্যে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকার নম্বর বিভাজন-সহ বিশদ তথ্য খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, মামলাকারীর দুই আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামিম এবং বোর্ডের দুই আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় এবং রাতুল বিশ্বাস প্রাথমিক পর্ষদের অফিসে গিয়ে নথি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন।
প্রসঙ্গত, পার্থর প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর আদতে পূর্ব মেদিনীপুরের দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতের জলপাই গ্রামের বাসিন্দা। তবে হাওড়ার ব্রজনাথ লাহিড়ী লেনে একটি বহুতলেও ফ্ল্যাট রয়েছে তাঁর। সেখানেই তিনি থাকেন সপরিবার।
অর্ণব হাজরা