তাহলে সেই টাকা কার? আপাতত সেই প্রশ্নের উত্তর পেতেই মরিয়া ইডি৷ ফলে এ দিন ফের তাঁদের দু'জনের ক্ষেত্রেই ইডি হেফাজতের আবেদন জানানো হতে পারে।
আরও পড়ুন: পুজো করে সকাল সকাল কলকাতা রওনা, মমতার মন্ত্রিসভায় কি আজ নতুন মুখ বিপ্লব!
উল্লেখ্য, মঙ্গলবার জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করে বের করার সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা৷ যদিও সেই জুতো প্রাক্তন মন্ত্রীর গায়ে লাগেনি৷ কিন্তু এই ঘটনার পর আরও সতর্ক ইডি৷ এ দিন ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যখন মেডিক্যাল পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল গোটা ইএসআই এলাকা, যাতে সেখানে মাছি পর্যন্ত না গলতে পারে।
advertisement
ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে আদালতের পথে রওনাও দিয়ে দিয়েছেন ইডি আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। দু' জনের নিরাপত্তায় আদালতেও বাড়ান হয়েছে নিরাপত্তা।