এ প্রসঙ্গে সুবীরেশ ভট্টাচার্য বলেন, "আমার সময়ে কোন দুর্নীতি হয়নি বারবার বলছি। কাল আমার অফিসে গেছে ওঁরা, কি পেয়েছে ওঁদের জিজ্ঞাসা করুন। সিবিআইয়ের ওপর ১০০% ভরসা আছে। সঠিক পথেই ওঁরা এগোচ্ছে। সঠিক তথ্য বেরিয়ে আসবে। আমাদের বিরুদ্ধে কোন অফেন্সিভ বাক কমিটি কিছু বলেনি। সই স্ক্যান একটা নিয়ে প্রশ্ন তুলছে, হাজার হাজার কোটি কোটি মার্কশীট সব স্ক্যান সই করে হয়। যদি কেউ পরবর্তীকালে সেই স্ক্যান সই ব্যবহার করে, সেটা তাদের ব্যাপার। বাকি যা বলার সিবিআইকে বলছি। উপদেষ্টা কমিটি নিয়ে কিছু বলব না। আইনানুগ ব্যবস্থা তাই সব বলব না।"
advertisement
আরও পড়ুনঃ তড়িঘড়ি কলকাতা ছুটে এলেন সুবীরেশ, এসএসসি কাণ্ডে বড় রহস্যভেদের পথে সিবিআই
প্রসঙ্গত, এসএসসি মামলায় একের পর এক তল্লাশি চলছে। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বিশ্ববিদ্যালয়ের কেবিন এবং তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই ও ইডি। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সুবীরেশ। সুবীরেশ ভট্টাচার্যের দাবি, তাঁর সময়ে নিয়োগ দুর্নীতি হয়নি। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত তিনি SSC-র চেয়ারম্যান ছিলেন। সেই সময়ে কোনও নিয়োগ দুর্নীতি ঘটেনি। এ দিকে, বালিগঞ্জ প্লেসের পাশাপাশি তাঁর বাঁশদ্রোণীর বাড়ি বুধবার সিল করেছে সিবিআই।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরেও বৃহস্পতিবার সিবিআইয়ের ১০-১২ সদস্যের টিম হানা দেয়। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ কলকাতায় ফেরেন তিনি। সুবীরেশের দাবি, গতকালের দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিতে কিছুই পাননি সিবিআই কর্তারা। তাঁর দাবি, কোনও দুর্নীতি করেননি তিনি। তাঁর সময়ে এমন কোনও ঘটনা ঘটেনি।