জানা গিয়েছে, ৭ লক্ষ টাকার সওদায় প্রাথমিক শিক্ষক চাকরির রফা হয়েছিল নদিয়ায়! কিন্তু, সেই চাকরি হয়নি৷ সেই টাকা এবার ফেরত দেওয়ার নির্দেশ দুই এজেন্টকে। ৪ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিসিং ফাইল’-এর খোঁজ! হঠাৎ করেই উধাও, কোথায় গেল..তৎপর সিবিআই
advertisement
অভিযোগ, ২০২১ সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য ৭ লক্ষ টাকা দেন চাকরি প্রার্থী মইদুল মণ্ডল, সাব্বির আহমেদ (উত্তর ২৪ পরগনা), সিয়াজুল বাঙ্গুয়ার (নদিয়া, হরিণঘাটা)।
এই দুই এজেন্টকেই চাকরি প্রার্থীরা টাকা দেন বলে অভিযোগ। পরে চাকরি না পাওয়ায় টাকা ফেরত চান মইদুল। ১.৯ লক্ষ টাকা ফেরতও দেন অভিযুক্ত এজেন্টরা। বাকি টাকা না দেওয়ায় মে মাসে হরিণঘাটা থানায় অভিযোগ করে মইদুল। ২৩ জুন প্রতারণা ও বিশ্বাসভঙ্গের ধারায় FIR রুজু করে হরিণঘাটা থানা। সেই এফআইআর উপরে স্থগিতাদেশ হাইকোর্টের।
আরও পড়ুন: হেঁশেল ঠেলে দু’জনেই, কিন্তু পঞ্চায়েত চালাবে কে? ভোটের লড়াইয়ে দুই জা
যদিও এদিন আদালতে ওই দুই এজেন্ট বলেন, ‘‘চাকরি নয়! ঋণ হিসেবে নিয়েছি ৭ লক্ষ টাকা। ১.৯ লক্ষ টাকা শোধ করেছি বাকি টাকাও ফেরত দিতে চাই।’’