নয়াদিল্লি: আগামী সাতদিনের মধ্যে ওয়েবসাইটে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে৷ স্কুল সার্ভিস কমিশনকে এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, আদালত স্কুল সার্ভিস কমিশনকে এ-ও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে যে আগামী নিয়োগ প্রক্রিয়ায় কোনও অযোগ্য যাতে সুযোগ না পায়৷
advertisement
বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে এসএসসি। এদিন কমিশনের সামনে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি কমিশনের তরফে। প্রশ্ন তোলা হয়, কমিশন কেন অযোগ্যদের নাম লুকোতে চাইছে?
তারপরেই আগামী সাত দিনের মধ্যে এসএসসির ওয়েবসাইটে অযোগ্যদের নামের তালিকা প্রকাশের নির্দেশ।
আরও পড়ুন: ‘ভাণ্ডার আছে, খুলে দেব,’ টিম নিয়ে বাড়ি বাড়ি সার্ভে…নাম বাদ দেওয়ার ‘চক্রান্ত’! মমতা বললেন, ‘কমিশনের আয়ু কিন্তু…’
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি কোনও রকম গলদ হয়, সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছে। দাবি, অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর হতে চলেছে এসএসসি পরীক্ষা৷ সেই পরীক্ষা পিছনোর আবেদন জানিয়েই গত কয়েকদিন আগে মামলা হয়৷ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়৷ যদিও সেই মামলায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট৷ এরই মধ্যে নতুন মিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে মামলা হয় শীর্ষ আদালতে৷
আরও পড়ুন: সংবিধান সংশোধনী থেকে SIR…কেন্দ্রীয় সরকারকে একেবারে টার্গেট করে আক্রমণ! অভিষেক বললেন…
আজ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি৷ সেখানেই শুনানি শেষে আদালত অযোগ্যদের তালিকা আগামী সাতদিনের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়৷
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত৷