তাঁর মেরিট অথবা তাঁর র্যাঙ্ক অনুযায়ী তিনি কোন স্কুলের কোন জেলায় চাকরি পেলেন নিয়োগপত্র পাওয়ার এক ঘণ্টার মধ্যেই এসএসসি তা ওয়েবসাইটে আপলোড করবেন। নবম – দশম এবং একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমনই স্বচ্ছতার বার্তা দিতে চায় এসএসসি।
বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছে এসএসসি৷ সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা দিয়ে শুরু, কাউন্সেলিং নভেম্বর পর্যন্ত৷ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নয়া নিয়োগ বিধিও প্রকাশ করেছে রাজ্য৷ সেখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দেওয়া হয়েছে, চলতি নিয়োগ প্রক্রিয়ায় কোন খাতে রাখা হয়েছে কত নম্বর৷ পূর্ববর্তী নিয়মের থেকে অনেকে ক্ষেত্রেই বদল আনা হয়েছে সেখানে৷ বদলেছে নম্বর বিভাজন রীতি৷ নবম -দশম ও একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগের বিধি অনুযায়ী, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ, ক্লাস করানোর ক্ষমতা উপর তৈরি হবে প্যানেল।
advertisement
আরও পড়ুন: দেখা করবেন না শাহের সঙ্গে, কেন? বুঝিয়ে দিলেন ‘অভিমানী’ দিলীপ…বললেন, ‘কীসের অভিমান?’
নিয়োগ বিধিতে জানানো হয়েছে, মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে OMR শিট-এ।
১০ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার জন্য। এক্ষেত্রে, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলেই ১০ নম্বর পাবেন। ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে নম্বর পেলে ৮ নম্বর ও ৫০ শতাংশের কম পেলে ৬ নম্বর দেওয়া হবে।
আরও পড়ুন: ক্ষমা চাইতেই হল অনুব্রত মণ্ডলকে! IC-কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ…বললেন, ‘নানা ওষুধ খাই!’
এছাড়াও, নয়া নিয়োগ বিধিতে কর্মরত শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে৷ শিক্ষকতার অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে ১০ নম্বর৷ সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলে প্রতিবছর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে দুই নম্বর করে। এক্ষেত্রে কারোর পাঁচ বছর বা তার বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে পুরো ১০ নম্বর।