TRENDING:

SSC Recruitment New Rule: উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়মেও এসেছে বড় বদল...নয়া বিজ্ঞপ্তিতে একগুচ্ছ নতুন নিয়ম SSC-র

Last Updated:

নয়া নিয়োগ বিধিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকের (ক্লাস ৬ থেকে ক্লাস ৮) শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় টেট পাস বাধ্যতামূলক। এই নিয়ম অবশ্য আগেই ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নবম -দশম ও একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে এসএসসি৷ জানানো হয়েছে নির্ঘণ্ট৷ তবে পরীক্ষার নয়া বিধিতে নম্বর বিভাজনে বদল আনা হয়েছে৷ অ্যাকাডেমিক নম্বরে ৩৫-এর বদলে রাখা হয়েছে ১০৷ বাকি শিক্ষকতার অভিজ্ঞতা, ক্লাসে পড়ানোর ধরন এবং ইন্টারভিউয়ে রাখা হয়েছে আলাদা করে নম্বর৷ শুধুমাত্র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই নয়, পরীক্ষার নিয়মে বদল এসেছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও৷
News18
News18
advertisement

নয়া নিয়োগ বিধিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকের (ক্লাস ৬ থেকে ক্লাস ৮) শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় টেট পাস বাধ্যতামূলক। এই নিয়ম অবশ্য আগেই ছিল৷

আরও পড়ুন: কত নম্বরের লিখিত পরীক্ষা? ইন্টারভিউয়ে কত…নতুন নিয়োগে বদলাবে সব, বিজ্ঞপ্তি জারি SSC-র

বদল হওয়া নিয়মের মধ্যে রয়েছে, টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব ( weightage) থাকবে ৪০ নম্বরের। লিখিত পরীক্ষা omr নেওয়া হবে ২৫ নম্বরের। ইন্টারভিউ এর জন্য ১৫ নম্বর বরাদ্দ।

advertisement

ক্লাস নেওয়ার ক্ষমতার উপর পাঁচ নম্বর ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ৫ নম্বর বরাদ্দ হবে। এটি নতুন করে যোগ করা হয়েছে৷

নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই হবে এসএসসি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার কথা অক্টোবরের চতুর্থ সপ্তাহে৷

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি, বদলাচ্ছে একাধিক নিয়ম, কোন খাতে কত নম্বর?

advertisement

সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পরে ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪-এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯- এ নভেম্বর থেকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment New Rule: উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়মেও এসেছে বড় বদল...নয়া বিজ্ঞপ্তিতে একগুচ্ছ নতুন নিয়ম SSC-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল