TRENDING:

SSC Exam: রাত পোহালেই এসএসসি পরীক্ষা, রবিবার যান চলাচল সচল রাখতে পথে থাকবে অতিরিক্ত বাস এবং মেট্রো

Last Updated:

SSC Exam: রবিবার এসএসসি পরীক্ষা, সেই উপলক্ষে কলকাতাকে সচল রাখতে ব্যবস্থা নিচ্ছে রাজ্যের পরিবহণ দফতর এবং মেট্রো কর্তৃপক্ষ। বাস এবং মেট্রো থাকবে শহরে, সেই রকমই বন্দোবস্ত করবে পরিবহণ দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার এসএসসি পরীক্ষা, সেই উপলক্ষে কলকাতাকে সচল রাখতে ব্যবস্থা নিচ্ছে রাজ্যের পরিবহণ দফতর এবং মেট্রো কর্তৃপক্ষ। বাস এবং মেট্রো থাকবে শহরে, সেই রকমই বন্দোবস্ত করবে পরিবহণ দফতর।
বাড়তি বাস এবং মেট্রো
বাড়তি বাস এবং মেট্রো
advertisement

রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে যাবে মেট্রোর পরিষেবা। ব্লু লাইনে ট্রাফিক ব্লক রয়েছে মহানায়ক উত্তম কুমার স্টেশনে। রবিবার সেই ব্লক তুলে দেওয়া হবে। মোট ১৩০টি মেট্রো চলবে এই লাইনে।

আরও পড়ুন: শুক্রবারই ভোল বদলেছিলেন ট্রাম্প, মোদির প্রশংসা করেছিলেন, এবার পাল্টা দিলেন মোদিও! কী বললেন প্রধানমন্ত্রী?

আট মিনিট অন্তর চলবে এই পরিষেবা। অন্য দিকে, গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) রবিবার মেট্রো বন্ধ থাকলেও, কাল তা চলবে তাও ১৫ মিনিট অন্তর। শুধু তাই নয়, মোট ১০৪টি মেট্রো চালানো হবে।

advertisement

আরও পড়ুন: পোশাক খোল না হলে… ঘরে ঢুকে ছেলের সামনে যুবতীকে বিবস্ত্র করে ভিডিও করল দুধ বিক্রেতা! ভাইরাল করার হুমকি

রাজ্যের পরিবহন দফতরের সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য রবিবারের মতো নয়, প্রতিটি ডিপোকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি রুটে পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পর গড়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট অন্তর অন্ততঃ একটি করে বাস চালাতে হবে। রেল স্টেশনের সংযোগকারী রুটে বাসের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। তবে শুধু সরকারি বাস নয়, বেসরকারি বাস মালিকদেরও বেশি বাস রাস্তায় রাখার আবেদন জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Exam: রাত পোহালেই এসএসসি পরীক্ষা, রবিবার যান চলাচল সচল রাখতে পথে থাকবে অতিরিক্ত বাস এবং মেট্রো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল