রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে যাবে মেট্রোর পরিষেবা। ব্লু লাইনে ট্রাফিক ব্লক রয়েছে মহানায়ক উত্তম কুমার স্টেশনে। রবিবার সেই ব্লক তুলে দেওয়া হবে। মোট ১৩০টি মেট্রো চলবে এই লাইনে।
আট মিনিট অন্তর চলবে এই পরিষেবা। অন্য দিকে, গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) রবিবার মেট্রো বন্ধ থাকলেও, কাল তা চলবে তাও ১৫ মিনিট অন্তর। শুধু তাই নয়, মোট ১০৪টি মেট্রো চালানো হবে।
advertisement
রাজ্যের পরিবহন দফতরের সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য রবিবারের মতো নয়, প্রতিটি ডিপোকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি রুটে পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পর গড়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট অন্তর অন্ততঃ একটি করে বাস চালাতে হবে। রেল স্টেশনের সংযোগকারী রুটে বাসের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। তবে শুধু সরকারি বাস নয়, বেসরকারি বাস মালিকদেরও বেশি বাস রাস্তায় রাখার আবেদন জানানো হয়েছে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 6:38 PM IST