কলকাতা: নিয়োগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও জীবনকৃষ্ণ সাহার কয়েক জন চাকরিপ্রার্থীর চাকরির ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছিল, নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য। কত জনের থেকে টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ?
আরও জানা গিয়েছে, টাকা ফেরত চেয়ে চাপ আসছিল, কার্যত চাপে পড়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কয়েকজনের চাকরি সুনিশ্চিত করতে পেরেছিলেন জীবন। তৎকালীন এসএসসি চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার কাছে জীবনের পাঠানো ৭৫ জন চাকরিপ্রার্থীর তালিকার মধ্যে থেকে কয়েক জনের চাকরির বন্দোবস্ত করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের (SSC) উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন শ্যামাপ্রসাদ।
advertisement
আরও পড়ুন: SSC কাণ্ডে অযোগ্যদের তালিকায় বিধায়ক-কন্যার নাম! রাতে যুক্ত হয়েছে নাম, জানেন কোথাকার MLA?
এই কাজ করার জন্য বিনিময়ে এসপি সিনহা-সহ বেশ কয়েকজন কর্তার কাছে পৌঁছেছিল টাকা, এমনটাই উঠে এসেছে তদন্তে। চাকরি সুনিশ্চিত করতে প্রার্থী পিছু ৫-৭ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল এসপি সিনহা ও তাঁর সহযোগীদের। মিডল ম্যান প্রসন্ন রায়ের মাধ্যমেই নগদে টাকা পৌঁছেছিল তাদের কাছে বলে জানতে পেরেছে ইডি। তদন্তে উঠে এসেছে চাকরি দেওয়ার নাম করে ৭৫ জনের কাছে থেকে টাকা নিয়েছিলেন জীবন।